পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Was 98.3 SVS) শিবনাথ বলিলেন, “আপনার পক্ষে আদেশ হইতে পারে, কিন্তু অপারে। যদি আদেশ মনে না করে, আপনি জোর করিতে পারেন না ।” ক্রমে নানা বিষয়ে কেশবচন্দ্রের সহিত মতের অমিল হইতে লাগিল। কুচবিহার-বিবাহের পূর্ব হইতেই ব্ৰাহ্মসমাজে নানাবিধ ভাব ও মতামতের ঘাত প্ৰতিঘাত চলিতে ፲፬ኛ ; cባቐg তার ব্ৰাহ্মসমাজ নানা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হইয়া পড়িযাছিল। যথা--স্ত্রীস্বাধীনতার দল, সমদর্শীর দল, নিয়মতন্ত্রের দল। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং দুর্গামোহন দাস স্ত্রাস্বাধীনতার দলের অগ্ৰণী হইলেন । শিবনাথের এ দলের সহিত কোন বিরোধ ছিল না, বরং ইহঁদের মতের সমর্থনা করিতেন, তবে নিজে তখন স্ট্রীস্বাধীনতার পাণ্ড ছিলেন না ! পূর্ববঙ্গের ব্ৰাহ্মগণ অধিকাংশই এই স্ত্রীস্বাধীনতার দলে ছিলেন । দ্বিতীয়তঃ-“সমদর্শীর” দল-শিবনাথ এই দলের পাণ্ডা ছিলেন। তিনি সমদর্শীর সম্পাদকতা করিতেন। এতদিন পরেও “সমদৰ্শ” পড়িতে আমাদের কি কৌতুহল বোধ হয়, দেখিতে পাই শিবনাথ ইহার অধিকাংশ প্ৰবন্ধ নিজেই লিখিতেন । তার লিখিত প্ৰবন্ধগুলি কি সুলিখিত ! যেমন চিন্তা ! তেমনি ভাষা । যথার্থই “সমদৰ্শী” অতি উৎকৃষ্ট কাগজ ছিল। সমদৰ্শী কয়েক বৎসর চলিয়া কুচবিহার-বিবাহের পূর্বেই উঠিয়া যায়। তৃতীয়তঃ-নিয়মতম্বের দল-এই দলটিতে পূৰ্ব্ব পশ্চিম BY S DB DBBS DD SS SBBDY BB DDBBDD sgS SDDDDS তন্ত্রের কথা তুলিয়া মহর্ষি দেবেন্দ্রনাথ হইতে বিচ্ছিন্ন হইয়াছিলেন। কিন্তু এই পুরাতন কথা লইয়া কুচবিহার-বিবাহের পুৰ্বেই