পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sy শিবনাথ-জীবনী । সাধুকাৰ্য্যে ষে অবিচলিত নিষ্ঠা ; তা তিনি তার যৌবনের গুরু ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্রের নিকট হইতে পাইয়াছিলেন। কেশবচন্দ্রের নিকট যাহা যৌবনে শিখিয়াছিলেন, তাই সমুদয় জীবন দিয়া প্ৰতিপালন করিয়াছেন । তারপর কেশবচন্দ্ৰ আয় যাহাই বলিয়াছেন, তাহা শোনেন নাই । বিধাতার বিধানে “সাধারণ ব্ৰাহ্মসমাজ” স্থাপিত হইল। কুচবিহার-বিবাহের আন্দোলনের সময় ১৭ই ফেব্রুয়ারি ১৮৭৮ হইতে সমালোচক বলিয়া একখানি ংবাদপত্ৰ প্ৰকাশিত হয়-তার স্থানে ২৯এ মে হইতে সাধারণ ব্ৰাহ্মসমাজের মুখপত্র-স্বৰূপ তত্ত্ব-কৌমুদী পত্রিকা প্ৰকাশিত হইল । রামমোহন রায়েব “কৌমুদী” নামে এক কাগজ ছিল । আদি ব্ৰাহ্মসমাজেব মুখপত্র “তত্ত্ব-বোধিনী পত্রিকা”-কেশবচন্দ্রের কাগজের নাম “ধৰ্ম্মতত্ত্ব” । শিবনাথ মনে করিলেন। ঠাদিগের সমাজ রামমোহন, মহর্ষি দেবেন্দ্ৰনাথ ব্ৰহ্মানন্দ কেবশচন্দ্ৰ সকলের উত্তরাধিকারী श्डद्रi९ मैं “डक्टकोभूौ” नागौिव्र डिटद्र ब्रांभcभाश्टनद्र ‘cकोभूौ”, ঐ “তত্ত্ববোধিনী” এবং “ধৰ্ম্মতত্ত্বের” “তরু”ঢ়কু প্ৰচ্ছন্ন রহিল। শিবনাথ যখন নূতন সমাজের কাজ লইয়া মাতিলেন, তার পরিবার পরিজন তখন মুঙ্গেরে। এই সময় বিপুল কৰ্ম্মের আবর্তে তার দিন রাত্রি কোথা দিয়া যাইত তার ঠিকানা নাই। সাধারণ ব্ৰাহ্মসমাজ প্রতিষ্ঠিত হইবামাত্র তিনি ইহার প্রচারক, কাৰ্য্য নিৰ্বাহক সভায় সভ্য, এবং তত্ত্বকৌমুদীরা সম্পাদক হইলেন । সাধারণ ব্ৰাহ্মসমাজ প্রতিষ্ঠিত হইবার ১৫ দিনের মধ্যেই প্রচারযাত্ৰা করিলেন। ডায়েরীতে লিখিতেছেন - The 24th of May 1878, Friday-yrë (0% আহারাদির পর আফিসে আসিয়া তা-কৌমুদীর জন্য একটু সংবাদ