পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qy लक्षवडी । ফল পেয়েছি। এখন অদৃষ্ট আরও কি আছে তা বুঝতে পারছিনা।--তুমি ও সাবধান হও । নইলে বিপদে পড়বার সম্ভাবনা। রাজা এ বয়সে আত্মরক্ষা করতেই অসমৰ্থ, তিনি কিছু এ সময় আমাদের ভার আবার গ্রহণ করতে পারেন না । রঞ্জা।--তা হ’লে ত দেখছি দিদি, আমা হতেই বিষ্ণুপুরের এই বিপদ উপস্থিত হল । পদ্মা ||-তাহ’লেও আমাদের দুঃখ করবার কিছু নেই । তুমি আমার কন্যা হলেও ত এইরূপ বিপদ উপস্থিত হতে পারত। বিপদ এসেছে——কি করব। ম’লে কিছু বিষ্ণুপুরকে সঙ্গে নিয়ে যাব না। যারা আমাদের সঙ্গে সমভাবে বিষ্ণুপুর ভোগ করছে তারা যদি ইচ্ছাপূৰ্ব্বক দেশকে শক্র হস্তে দিতে চায়, তাহলে আমাদের দুঃখ কি ? কিন্তু হিঁদুর মেয়ের ধৰ্ম্ম যদি সামান্য মাত্র ও আহত হয়, তার চেয়ে দুঃখ আরু হ’তেই পারে না। শুনলুম-যিনি তোমার ধৰ্ম্ম রক্ষাকৰ্ত্তা তিনি চোরের মতন বিষ্ণুপুর ত্যাগ ক’রেছেন। রঞ্জা | – ( স্বগত) কি ক’রব ? ব’লব ? না মহারাজ নিষেধ ক’রে গেছেন। যতদিন না। তিনি বিষ্ণুপুরে ফিরতে পারছেন ততদিন তঁর দুর্নাম আমাকে শুনতেই হবে। পদ্মা।—শুনে দুঃখ কারনা রঞ্জাবতী ! কি ক’রূবে অদৃষ্ট । তুমি বুঝতে পারলে না। আমি বুঝতে পারুলুম না, অমান বিজ্ঞ রাজা তিনিও কেমন হতবুদ্ধি হ’য়ে গেলেন। এক অজ্ঞাত - কুলশীল বৃদ্ধের বাকচাতুৰ্য্যে মুগ্ধ হ’য়ে, আমরা যে কে কি ক’রুলুম কিছু বুঝতে পারুলুম না। কাকে তোমাকে সমর্পণ