পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*थश में अक्ष1ाश । 88ዓ যে তঁাদের বাড়ীতে দুর্গোৎসব হইত। সেই কয়দিন সকলে আনন্দে মগ্ন হইয়া থাকিতেন, কিন্তু বলির সময় প্ৰসন্নময়ী কানে আঙ্গুল দিয়া পাড়া পার হইয়া ছুটিয়া যাইতেন। তিনি বলিতেন, “সকল ছেলেরা পাঠা বলি দেখবার জন্য উপস্থিত হইত-আর তঁর কানে যেই “মাগো ব্ৰহ্মময়ী” শব্দ প্ৰবেশ করিত, অমনি যেন "ক্টাব বুকের পাঁজর খুলিয়া আসিত। তিনি এই বলির ব্যাপারে বড় কেশ বোধ করিতেন, অনেক ধমক দিয়া ও কেহ তঁাকে স্থির কবিতে পারিত না । এই দরিদ্র ব্রাহ্মণের কন্যা প্ৰসন্নময়ী দশ বৎসর হইতে না হইতে বিবাহিত হইয়া শ্বশুরবাড়ী গলেন । প্রথমদিন হইতে শিবনাথের জননীব দরিদ্রের ঘরের এই কালো মেযেটার উপর বিষম অপ্রসন্ন দৃষ্টি পতিত হইল। প্ৰসন্নময়ী প্ৰাণপণে শ্বশুর শ্ৰী। শুড়ীর সেবা যত্ন করিয়া তাদের পীড়ি আকর্ষণ করিতে চেষ্টা করিতেন। তঁর শ্বশুর-পরিবার সম্পন্ন না হউক, বেশ স্বচ্ছন্দ অবস্থায় ছিলেন। তবু সেখানে প্ৰসন্নমঘী কষ্টেই বাস করিতেন। ভোর ৪টা হইতে রাত্রি পয্যন্ত DBD BDBD BB BD DBBBD S DSDDSDuuDuD DDBDS বা সন মাজা, জল তোলা, ঠাকুরসেবার ব্যবস্থা করা, তারপর বন্ধন। সকল প্রকার গৃহকৰ্ম্মে তিনি অতিশয় দক্ষ হইয়া উঠিলেন। *া গুড়া ঠাকুরাণ বৌ এর কার্য্যকুশলতার শতমুখে প্ৰশংসা করিতেন, বলিতেন, “কাঠবিড়ালী সেতু বেঁধে ছিল, আর আমার একরাত্তি বেী এত বড় সংসার একা মাথাব্য করে রেখেছে।” তখন প্ৰসন্নময়ী আনন্দে গলিয়া যাইতেন। গ্রামে যখন বড় বড় যজ্ঞের *ীয়োজন হইত, লোকে প্ৰসন্নময়ীকে রন্ধন করিবার জন্য লইয়া DDSS BD DBD DDD SYBBD DBBD DBDB SgzB