পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9feran Teqf de Q খাটতে যেমন পারিতেন, প্ৰফুলতাও তেমনি ছিল। মুখে হাসি, झाङ कांख्र, ५झे ब्रुिनि cनथिंग्रांछ् ि। কে যে তঁার নাম প্ৰসন্নময়ী রাখিয়াছিল জানি না। এমন প্ৰসন্নময়ী মূৰ্ত্তি সংসারে সচরাচর দেখা যায় না। জননী প্ৰসন্নময়ী এবং পিতা অস্তরে বাহিরে এক ধৰ্ম্ম প্ৰতিপালন করিতেন । চিন্তায় যাহা, কায্যে তাহা । শিবনাথের জীবনে ধ্যে এত শক্তির পরিচয় পাওয়া গিয়াছিল তাহ পত্নী প্ৰসন্নময়ীর সাহচর্যে । কতখানি হইয়াছিল তাহা কে বলিবে ? ভগবান ঠাকে এমন মহৎ হৃদয়া, স্নেহশীলা, সেবাপবায়ণ কাৰ্য্যকুশল, পত্নী দিয়াছিলেন, তাই এমন করিয়া এ জীবনে সেবাত্ৰত উদযাপন করিতে পারিয়াছিলেন। নতুবা সিদ্ধি সুদূরপরাহত ঠাইত তাতে আর কোন সন্দেহ নাই । শিবনাথ নিশ্চিন্ত মনে ব্ৰাহ্মসমাজের সেবায় আপনাকে ঢালিয়া দিয়াছিলেন ; ঘরের ভিতৰ তার শিক্ষাদীক্ষা কাৰ্য্যে পরিণত করিয়া পত্নী দেখাইলেন-সেবা কাহাকে বলে ! এই প্রকারে ঘরে বাহিয়ে গতি পত্নী সেবাব্রত পালন করিতে থাকিলেন। শিবনাথ যখন সাধারণ ব্ৰাহ্মসমাজের প্রচারক হইলেন তখন প্ৰসন্নময়ী অস্তরে বুঝিলেন তিনি প্রচারকের পত্নী ।। যত প্ৰকার উপায়ে তার সাধা ছিল, জীবনের শেষদিন পৰ্য্যন্ত কেবল পরিবার পরিজনের নয়-ব্ৰাহ্মসাধারণের সেবা করিয়া গিষাছেন । তিনি শিক্ষিত ছিলেন না যে, কিছু বলিবেন বা লিখিবেন-গৃহকৰ্ম্ম ত শিখিয়াfষ্টলেন, পরিশ্রম করিতে পারিতেন, তাহাই হইল তার সেবার সম্বল । উৎসবের সময় মফঃস্বলের লোকেদের সুবিধার জন্ত আনন্দবাজার বসিত। যখন প্ৰথম আনন্দবাজার সুচিত হয়