পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঞ্জাবতী । ؟ صراج মহা —একটু পূৰ্বাবস্থাটা চিন্তা ক’লেই মনের সে অবস্থা আবার ফিরে আসে মহারাজ ! সেই বিষ্ণুপুর যাবার পথে দু’টো ডোমের হাতে অপমান, আপনারও কিছু ভূত্যের চেয়ে कभ श्ध्र नि । আপনাকেও আৰ্দ্ধ উলঙ্গ বেশে শিবির ছেড়ে পালাতে হয়েছিল। মহী৷—সে বারো বৎসর আগের কথা তুলে আর কেন নিজকে কষ্ট দাও । মহা ।—দেখুন মহারাজ, আপনার যদি আমার মত অবস্থা হ’ত। তাহ’লে আপনি কেমন ক’রে ভুলে থাকতে পারতেন বুঝতুম। এখন আপনার শত্রুর প্রতি এ প্রকার ক্ষমা প্ৰদৰ্শন, ভূত্যের প্রতি অত্যাচার } মহী ।-কই ভাই, তারাতো তোমাকে যথেষ্টই অনুগ্ৰহ দেখিয়েছে—তুমি তাদের প্রভুর প্রাণ হরণ করতে গিছালে, তারা প্রতিশোধ স্বরূপ তোমার কর্ণ স্পর্শ ক'রে ছেড়ে দিয়েছে 2에 5회 f 1 মহা৷-প্ৰাণ গ্ৰহণ ক’লে মহারাজকে উৎপীড়িত ক'রুতে মাসতুম না। আমার প্রাণ তারা গ্ৰহণ ক’লে না ? তারা বুঝেছিল মানী ব্যক্তির মান প্ৰাণ অপেক্ষা গুরুতর, তারা বুঝেছিল একজন নীচের হস্তের অঙ্গুলি স্পর্শে, আমার কাণে যে যাতনা হবে, তার জালায় হয় আমি আত্মহত্যা ক’রব, নয় পুরুষোচিত প্ৰতীকারের ব্যবস্থা ক'ব্ৰবো । তারা এটাও বুঝেছিল, আমার কৰ্ণ মর্দনে, আমার প্রভু স্বকৰ্ণে যাতনা অনুভব করবেন। भशै।-डुभि क'द्ल्ड 5i७ कि ?