পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই কথা লিখে তিনি ছেলে দু’টিকে সঙ্গে নিয়ে যেতে আদেশ *びマび暖a লক্ষ্মী - আমার স্বামীর শক্তিতে মহারাজে কি সন্দেহ It成? নয়ন।-ওকথা কেন বললি লক্ষ্মী ! তোর স্বামী আমার চক্ষে, আমার সন্তানদের চেয়েও অধিকতর মূল্যবান । রঞ্জা। —তাতে আর সন্দেহ নেই। আমি সন্তান হারাতে পারি, কিন্তু দলুকে হারাতে পারিনি। দলু আমার হাতের নো 的弯构〔死邻夜1 লক্ষ্মী।-আমার ভাইকে আমরা রক্ষা করব, তার জন্ত৷ অন্য রাজার শরণাপন্ন হ'তে গেলে, আমার রাজার, আমাপ স্বামীর, মৰ্য্যাদা যায়, মূল্য যায়, ধৰ্ম্ম যায়। নয়ন।---আমাকে কিন্তু বিষ্ণুপুরে যেতেই হবে। দলু-পথে যদি বিপদ ঘটে ? রঞ্জা।--তাহ’লেও আমাদের যেতে হবে। যার গৃহে, আজন্ম কন্যা-স্নেহে প্ৰতিপালিত হয়েছি, তার রোগ সংবাদ শুনে আমরা ত ঘরে বসে থাকতে পারব না । দলু।—আপনার ইচ্ছ। —আমরা তাতে কি বলব। মা । লক্ষ্মী 1-নিষেধ করুবার ক্ষমতা নেই ; ক্ষমতা থাকলে নিষেধ করুতুম | রঞ্জা - আমারও ত একটা ধৰ্ম্ম আছে লক্ষ্মী | লক্ষ্মী -তবে যাও রাণী । নয়ন --এস রাণী, যাবার সময় পুত্র দু’টিকে একদাপ আশীৰ্ব্বাদ করবে এস । (ব্লাঞ্জাবতী ও নয়ন সেনের প্রস্থান )