পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

29 শিবনাথ উজীবনী । পলী, বঙ্গালোর ক্ষেজওয়াডা, মসলিপটম প্রভৃতি স্থানে প্রচার স্কক্লেন । এবারকার প্রচার যাত্রার বিষয় ডায়েরীতে এরূপ লিখিতেছেন - 27th January 1891. বেজওয়ান্ড হইতে আমি মসলিপটম যাই। সেখানে একদিন একটা sermon আর একদিন একটা বক্তৃত হয়, সেখান হইতে ফিরিয়া বেজওয়ান্ড হইয়া রঘুমাহেন্দ্রী গমন করি। সেখানে ১৫ই নবেম্বর শনিবার পৌছি, এবং সেই দিনই একটী বক্তৃতা করি। ১৬ই নবেম্বর আর একটী বক্তৃতা করি। ১৭ই নবেম্বর সোমবার সেখান হইতে যাত্ৰা করিয়া ১৮ই নবেম্বব মঙ্গলবার কোকোনদা পৌছি। সেই দিনই সেখানে একটা বক্তৃতা করি। সেই দিনই শরীর অসুস্থ বোধ হইতে লাগিল। পরদিন একটী বক্তৃতা করিবার ইচ্ছা ছিল, শরীরের অসুস্থতাবশতঃ তাহা হইল না। তৎপর দিন, অর্থাৎ—২০এ নবেম্বর আবার বেজওয়াড যাত্ৰা করিবার দিন । সেদিন প্ৰাতে আমার বাসাতে উপাসনা হয় ও আমি একটি উপদেশ দি। তৎপরেই আমায় জ্বর হয়। এই জ্বর অতিশয় বৃদ্ধি পাইয়া ভয়ের কারণ হইয়াছিল। মিঃ রাজেন্দ্রলাল মৈত্র মৃত গুরূদাস মৈত্রের পুত্ৰ আমাকে তঁৱে বাড়ীতে লইয়া গিয়া রাখেন। এখান হইতে বিরাজ হেম, শশীভূষণ বসু, ডাক্তার বিপিনচন্দ্র সরকার আমার চিকিৎসা ও শুশ্রুষার জন্য যান। তঁরা ২৯এ নবেম্বর - সেখানে উপস্থিত DDD SsDS BDBBD DBDD DBBDS S DBBDDSS SLLLLL SBBB আমার জর ত্যাগ হয়। ২৬এ ডিসেম্বর সেখান হইতে যাত্রা कब्रियां ७०५ ष्निधन कलिकांडांश ७oश्र्डि श्रें। जांमि "জাজে যাইবার পথে এই ব্ৰত লইয়াছিলাম যে, আগামী