পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

òRb- রঞ্জাবতী । নধি।--কি চাই-চাইলে কি তুমি দেবে দেবতা। ইচ্ছে করলে তুমি দিতে পাের, কিন্তু এ অধমের প্রতি দয়া কি হবে দেবতা ! যদি কিছু চাই, তাহ’লে কি দেবে ? ধৰ্ম্ম ॥-ক্ষমতা থাকলে দেবনা কেন । নিধি -তোমার আবার ক্ষমতা নেই, এওকি একটা কথা। তুমি সাধু, নারায়ণ-ইচ্ছা করলে সৃষ্টি, স্থিতি, লয় করতে পার। তুমি দয়া করলে না দিতে পার কি ? क्षुश् ||-6*ं, किं शे व्ल । নিধি।—ছেলে দুটো চাইব ? না বাবা, সে কথা কইতে হয় তা চটে চিমটের বাড়ী একঘা বসিয়ে দেবে। আচ্ছা ঠাকুর আমাকে ঘুম পাড়াবার মন্তর বলে দিতে পার। ধৰ্ম্ম ॥-পারি নিধি। —তাহ’লে দয়া করে ওই মন্তরটা আমাকে দিয়ে

  • If \G |

ধৰ্ম্ম | – বেশ গ্ৰহণ করা। আশীৰ্ব্বাদ করি, তোমাতে নিদ্রা-মন্ত্রের ক্ষুদ্ৰণ হ’ক । , নিধি।-বস্—আর কি! আর আমাকে পায় কে { দেবতা ! প্ৰণাম হই-চললুম। আমার ভেতরে একটা অদ্ভুত শক্তি আসছে আমি বুঝতে পারছি। দেবতা ! একি রকম হ’ল ! আমার ভেতরে একটা আশ্চৰ্য্য রকমের সাহস আসছে সেই সঙ্গে আবার একটা বিষম ভয় আসছে কেন ? ধৰ্ম্ম।-ওটা সিদ্ধ-বিদ্যার প্রভাবে । তোমার যেটাকে ইচ্ছা হৃদয়ে স্থান দিতে পার B SSLDDYLDLSSLD DDY LSYYSDDD DDD