পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ১৩৯ a AAAAALSL LLLLLLLLSLLL MSL MLMMA ALLA iSLLLkLeSL AMLLL LAELLLLLLLLSLLLLL LSLLLLL LLLL LELS রঞ্জা – সে কি দাদা । আপনার আশীৰ্বাদেই আমার সৌভাগ্য। আপনি আমাকে ভাগ্যবতী দেখবার জন্যই সে কাৰ্য্য করেছিলেন, অসদুদ্দেশ্যে ত করেন নি। আসুন, দেবীমন্দিরে মাতৃদর্শন করুন। আমরা শুভযাত্রার আয়োজন করছি । মণি।-আগে তোমাদের ভালয় ভালয় বিষ্ণুপুর নিয়ে যাই, তার পর এসে দেবী দর্শন। রঞ্জা -তাহ’লে অপেক্ষা করুন, আমি রাজাকে নিয়ে আসি। কিন্তু দাদা ! আপনাকে অনুরোধ করি, পুত্ৰ দুটিকে সঙ্গে নেবার প্রস্তাব করবেন না । মণি —কেন ? রাজা যে সেই দুটীকেই আগে পাঠিয়ে দেবার ইচ্ছে করেছেন ! যেটীি মান্দারণের রাজপুত্র সেটাকে 3 (set (RC5 is রঞ্জা –ও কথা মুখে আনবেন না। দাদা ! এখানে মান্দরণের রাজপুত্র নেই। সে জানে আমিই তার মা-সে। আমার জ্যেষ্ঠ পুত্র। । মণি।-এই গুণেই রঞ্জাবতী তুমি মদনমোহনের পূর্ণ কৃপায় অধিকারিণী। এই গুণেই তুমি আজ উমারাণীর আয়তি নিয়ে মৃত্যুঞ্জয় বিশ্বেশ্বরের সঙ্গসুখভোগ করুছ। আশীবৰ্ব্বাদ করি তোমার আয়তি অটুট থাক। রঞ্জা -কিন্তু দাদা । ছেলেরা যখন আসবেभ।ि -बृहदछि अवरी, जूभि उम्र १iष्छ डाभि दांलएकत्र কাছে তার জন্ম-রহস্য প্ৰকাশ করবো? ভয় নেই-যতই নরাধম। হই, মত্ত মাতঙ্গের ভীম শুণ্ড হতে রক্ষা করে, করুণাময়ী।