পাতা:আগামীকাল - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ বয়সে এ্যাডভেনচারের রস আছে মানি, কিন্তু এককড়িদা শনে এ্যাপ্লিািসয়েট করবেন। বলে ভরসা করিনে। হয়তো বা অ-খশীই হবেন। সে বললে, তাঁর অ-সখী হবার কারণ ত নেই। আমি ছেলেমানষে নই, এ তাঁর বোঝা উচিত । । এককড়ি আস্তে আন্তে বললে, বিলাতী গলেপার বইয়ে এ রকম ঘটনা পড়েছি, কিন্তু uদশটাকে কি ওরা বিদেশ বানিয়ে তুলতে চায় নাকি ? জলধি ক্লার হাসি হেসে বললে, ওরা মানে মণিমালা আর নতুন তার বন্ধ। কিন্তু দেশে ওরা ছাড়াও অন্য লোক আছে তারা এ-সব পছন্দ করে না। অন্তত: আমি ত না। এর পরেও যদি আমাদের মধ্যে ওকে রাখতে হয়, আমাদের কল্যাণ-সঙ্ঘের নামটা একটি খানি পালটে নিতে হবে। এককড়ি নিরািত্তরে সন্তাধ হয়ে বসে রইলো । জলধি বলতে লাগলো, এতাবৎ সঙ্ঘের বাবদে আপনার টাকা কম যায়নি। আমাদের টাকা নাই বটে, কিন্তু যা গেছে তার হিসেব করতেও চাইনে। শািন্ধ আবেদন, এবার এই বেকার যবকটির একটা চাকরি করে দিন । এককড়ি তেমনি নীরবেই বসে রইলো, জলধির কথাগালো তার কানে গেল কি না। সন্দেহ। দেয়ালের ঘড়িতে সাতটা বাজিলো । গোপাল এসে খবর দিল বাবরা ऐामgछन् । দ্বিতীয় পরিচ্ছেদ রমেন বললে, আমার এক কাকা ছিলেন, তাঁর দ-পাটি দাঁতই বাঁধানো । খঙ্কো দামী টািথপেস্ট ঘষতেন, বিশ্ববাস ছিল ওতে দাঁতের গোড়া শক্ত হয়। তোমার জলধিরও বন্ধি দেখি তেমনি। ও জানে পাহারা জিনিসটা দরকারী, অতএব তোমাকে ঘিরে YB BBD DuuYYSS e DBSD u D BBD DBBBDDDB SS BD DDDDBD BBBBD DD DDB BBBD BD DD 0B BBBBBD DDDBD DBBD DYBDSDDL আলগা মাটি আছে কি না। ওকে খামিকা বজােবজের গলপ করতে গেলে কেন ? সত্যি কথা বলায় দোষটা হ’লো কি ? হায় রে কপাল! সত্যি বোঝায় শক্তি থাকলে বজাবজের ব্যাপার শন ও হাসতো, বেড়ালের মতো মাখ ফোলাতো না। ভাবি, তোমাকে ভালবাসতে গেছে ও কোন বন্ধিতে ? ইডিয়েট। মণি হেসে ফেললে। বললে, তোমার বন্ধিই বা এমন কি ধারালো ! তোমার বিদ্যের বিস্তৃতি দেখে অবাক হই, শািনতে শািনতে হািস থাকে না, গঙ্গার ঘাটে বারোটা বেজে যায়,-কিন্তু বঞ্চিত্র বেলায় সব পরিষই সমান। তব, জলধিবাবার প্রশংসা করি, আমাকে সে আর ঘাই ভাবক, অন্ততঃ রূপসী ভাবে না। কিন্তু তুমি আরও दृशद्वा, आव्र@ द धैय़ॉं ।