পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 दिनॉर्थ-छोदनी । কোলাহলের মধ্যে থাকাটাও যেন অসহ্য হইয়া উঠিল । এই প্ৰকার মানসিক অবস্থাতে ১৮৯১ খৃষ্টাব্দে নবেম্বর মাসে বালীগঞ্জে পদ্মপুকুর রোড ৪২নং বাটীতে সপরিবারে উঠিয়া গেলাম। বালীগঞ্জে গিয়া অনেক দিন নির্জন উদ্যানে, নিৰ্জন গৃহে, আত্মার অবস্থা ও সমাজের অবস্থাব বিষয় চিন্তা ও প্রার্থনা করিতাম । BDBD DBD D sBBB BBB DBDBD DBB DDDB DDDu SS “ক্ৰমে মাঘোৎসব আসিয়া উপস্থিত হইল। অতৃপ্তি এত অধিক যে মনে মনে এই সংকল্প উদিত হইতে লাগিল যে, কিছুদিন সকল কাৰ্য হইতে অবস্থিত হইয়া, নিজনে পাঠ, চিন্তা, ভজন, সাধনাদির দ্বারা অবাব প্ৰস্তুত হইব । মাঘোৎসব যন্ত সন্নিকট হইতে লাগিল ততই মনে এই ভাব জাগিতে লাগিল ষে, একদল বিশ্বাসী ও প্ৰেমিক সাধক চাই যাহারা ব্ৰাহ্মধৰ্ম্ম সাধন, ব্ৰাহ্মধৰ্ম্ম প্রচার ও ব্ৰাহ্মসমাজের সেবাতে আপনাদিগকে অৰ্পণ করিবেন ও ঘনিষ্ট একতাসূত্রে বদ্ধ হইয়া সমাজের মধ্যে নূতন জীবন আনিবার চেষ্টা করিবেন । কিন্তু এই দলের গঠন ও কাৰ্য্যপ্ৰণালী বিষয়ে চিন্তা তখনও মনে উদয় হয় নাই। কেবল প্ৰয়োজনীয়তা অনুভব করিতে লাগিলাম। এব" এইরূপ একটা দল গঠনের চেষ্টা করিতে হইবে, এই বাসনা হৃদয়ে প্রবল হইতে লাগিল । এই ভাব লইয়া দ্বিষষ্টিতম মাঘোৎসবের প্রাতঃকালের উপদেশ দেওয়া গেল। উপদেশের বিষয় ছিল “ঈশ্বর বিশ্বাসী প্রেমিক জনকে আপনার জন্য রাখিয়াছেন ।” “উক্ত দিবস অপরাহে মন্দির মধ্যে যখন বসিয়া আছি তখন BDDBBS BDBDuDBuBD BDDDD DBDB SDBuYS DDS DBuDBYYS প্ৰস্তাব করিয়াছেন যে, “উপস্থিত ব্যক্তিদিগের মধ্যে অনুরাগী శీ