পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8. শিবনাথ-জীবনী । নিজের দায়িত্বে প্রেস করিলেন-নিজে গিয়া যন্ত্র টাইপ প্ৰভৃতি কিনিয়া আনিলেন । নিজে প্রেস দেখিতে লাগিলেন । সেই প্রেন্সে ব্ৰাহ্মসমাজের সমুদয় কাজ হইতে লাগিল- অথচ সমাজ প্রেসের দায়িত্ব লাইতে রাজি নহেন । শিবনাথ যত বুঝাইতে চেষ্টা করেন যে প্রেস লাইতে ক্ষতি নাই-আমার সময় শক্তি বৃথা এই প্রেসের জন্য নষ্ট হইতেছে- তখন কোন কোন সভ্য উত্তর দিলেন, “এত বাকবিতণ্ডা অনুনয় বিনয় কেন ? প্রেস আপনার নিজের সম্পত্তি করে রাখুন। না ।” শিবনাথ ঘৃণাভরে উত্তর দিলেন, “মশাই । সম্পত্তি করিবার জন্য ব্ৰাহ্মসমাজে আসি নাই ।” অবশেষে অনেক চেষ্টার পর সমাজ প্রেসের দায়িত্ব লাইলেন। এখন জিজ্ঞাসা করি প্ৰেসটা কি সমাজের একটি লোকসানের পথ । এই প্রকারে অনেক কাৰ্য্যে বাধা পাইয়াছেন, তবু অশেষ সহিষ্ণুতার সহিত দশজনের মতের প্রতি শ্ৰদ্ধা প্ৰদৰ্শন করিয়া কাজ করিয়া গিয়াছেন । কখন সরিয়া পড়েন। DDDD S SDBDBD DBDBBDY OKBBDB DBBDBB DDBSBDB BBDDD সম্মান রাখিয়াও তিনি কাজ করিয়া বুঝিতে পারিলেন এই যন্ত্রটা আধ্যাত্মিকতা বুদ্ধির পক্ষে সম্পূর্ণ অনুকূল নহে। যন্ত্রটার কিঞ্চিৎ সংস্কার আবশ্যক। তিনি সংস্কারের প্রস্তাব উত্থাপন করিলেন । এখন সাধনাশ্রম প্ৰতিষ্ঠার মূল ভাবটী শিবনাথের নিজের কথায় বলি। সাধনাশ্রম স্থাপিত হইলেই শিক্ষনাথের আজন্মের অন্তরঙ্গ মৰূগণ, যথা-আনন্দমোহন বসু, উমেশচন্দ্র দত্ত গুরুচরণ মহলানবিশ প্রভৃতিও তার প্রকৃতভাব বুঝিতে না পারিয়া, এই মহৎ কাৰ্য্যে সহানুভূতি করা দূরে থাক, দারুণ সন্দেহের চক্ষে তায় কাৰ্য্য-কলাপ দৰ্শন করিতে লাগিলেন ।