পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায়। way বিধবা কন্যার পক্ষে মৃতকল্প পিতার সম্মুখীন হওয়াই এক কঠিন १त्रोक 1 डिनि अनिशा cनत्थन, लिंडा 5यू भूतियां श्रङ्गि। अछन । অ্যান্তে আস্তে আসিয়া তার পার্শ্বে এক শয্যায় শুইযা রহিলেন । শিবনাথ চক্ষু মেলিয়াই কন্যাকে দেখিয়া চিনিতে পারিলেন, বাক্য উচ্চারণ করিবার তার ক্ষমতা নাই, ইসরায় বলিলেন, “হেম এসেছে আমার কাছে আসুক।”-কন্যা গিয়া ধীর শান্তভাবে পিতার মুখের কাছে মুখ দিয়া পড়িলেন, পিতা দুৰ্বল কম্পিত হস্তে কন্যাব গলা জড়াইবার চেষ্টা করিলেন। পরদিন প্ৰাতে কন্যাকে বিধবার বেশ পরিধান করিয়া ঘবে প্ৰবেশ করিতে দেখিয়া চীৎকার করিয়া বলিয়া উঠিলেন, “হেম, হেম, বিপিনকে ভুলে না, ভুলো না, আজ তার জন্য প্রার্থনা করে৷ ” সেই অবস্থায়ও তার শয্যা পার্শ্বে বসিয়া তার মৃত জামাতার জন্য প্রার্থনা করা হইল। তবে ঠার প্রাণে শান্তি! কন্যা হেমলতা qहे गभग्र डिन भाग ‘আসিয়া পিতার কাছে ছিলেন, যখন তখন শিশুর মত পবিত্ৰ হাসি হাসিতে হাসিতে লাঠি ধরিয়া, কঁাপিতে, কঁাপিতে, কন্যার কাছে আসিয়া বসিতেন। এই তিন মাস। लिनि वळु स्थांनन, कब्रिाऊन । रुक्षुांप्रु गिाऊन, 'गाथ cडांत्रांद्र জন্য কত লোক আমার বাড়ী আসে, তুমি গেলে আর কেউ আমায় কাছে আসবে না ।” DDYYSL D BB S SBD SBBBS SDD DDBDBD আসে। আমার জন্য আর কয়জন আসে ?” তখন শিশুর মত দন্তহীন মুখে মিষ্ট হাসি হাসিয়া বলিতেন, “তাই নাকি, লোকে আমায় এত ভালবাসে ?” শেষ দশায় তঁাকে কেহ দেখিতে আসিলে অত্যন্ত সুখী