পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । NObe k সেপ্টেম্বর প্রাতঃকালে আর কাহারও বুঝিতে বাকি রহিল না। যে, আজ শিবনাথের জীবনে শেষ সুৰ্য্যোদয় হইয়াছে। শহরে বার্তা ছড়াইয়া পড়িল, দলে দলে বন্ধুগণ, ভক্তগণ, শেষ দর্শনাকাঙ্ক্ষী DD YD DBB DBBBD S DBDBDuD BBD DBDB BB DS ক্ৰমে চক্ষুর পাতা বন্ধ হইয়া আসিল, ডাকিলে চক্ষু খুলিতে চেষ্টা করেন, কিন্তু চক্ষু আর খুলিতে পাবিলেন না । প্ৰিয়জনদের ডাক কৰ্ণে গেল, মুখে হাসি ছড়াইযা পড়িল, শয্যা পার্থে ব্ৰহ্মনাম ধ্বনিত হইতে লাগিল। কাশীচন্দ্র ঘোষাল উপাসনা করিলেন । শিবনাথ প্রতি নিঃশ্বাসের সহিত ধীরে ধীরে ‘ওঁ ব্ৰহ্ম ।’ বলিতে লাগিলেন । কণ্ঠে তখন ধ্বনি নাই, কেবল ওষ্ঠাধর কঁাপিতেছে! পত্নী মুখের কাছে কান পাতিয়া শুনিলেন, অতি মৃদু। ‘ওঁ ব্ৰহ্ম’ ধ্বনি । দুইবার নিঃশ্বাস ফেলিলেন-শাস্তিবাচন শুনিতে শুনিতে শিবনাথের পবিত্র আত্মা জীৰ্ণ দেহপিঙ্গুর ছাড়িয়া অনন্তে উডিয়া গেল। ঠিক সেই সময় শ্ৰীমতী সরোজিনী (স্বগীয় হরনাথ বসু মহাশয়ের নাস্ত্রী) সহসা দৈব শক্তির প্রেরণায় অবিষ্ট্রেব মত আকুলভাবে গাহিতে লাগিলেন পেয়েছি অভয় পদ আর ভয় কারে ? আনন্দে চলেছি ভব পারাবার পারে। সে গৃহে হাহাকার নাই-বিলাপ নাই, চক্ষের জলে সকলের বুক ভাসিয়া যাইতে লাগিল! শয্যার দিকে সকলে চাহিয়া দেখেন যেন কোন যোগী মহাধানে নিমগ্ন ! মুখশ্ৰী শান্ত, সুন্দর, পবিত্র ও নিৰ্ম্মল! সেদিন কলিকাতা শহরে পূৰ্ব্বে কেহ যাহা কখনও দেখে নাই--সেই আশ্চৰ্য্য দৃশ্য দেখা গেল! শিবনাথের দেহ সুসজিত ও পুষ্পমাল্যে সুশোভিত হইয়া যখন শ্মশান পথে Re