পাতা:মানিক গ্রন্থাবলী (প্রথম খণ্ড).pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ न नौ নিজের মেয়েকেও সে বুঝি এত ভাল কখনো বাসে নাই ৷ বৌ এর বিধবা বেশ মন্দা দেখিতে পারে না, নিজের শোক লইয়াই সে বিব্রত, বৌ সামনে গেলে কখনো সে শাপিতে আরম্ভ করে, বৌকে বলে মানুষখেকো রাঙ্গুসী, আবার কখনো বুকে জড়াইয়া হা হা করিয়া কাদে, তার পরেই দূর দূর করিয়া তাড়াইয়া দেয়, চোখের সামনে থেকে সরে যা তুই, সরে যা আলক্ষ্মী । শ্যামার মমতায় কালুর বেী বড় একটি আশ্ৰয় পাইল । শ্যামার প্রশস্ত বুকে মাথা রাখিয়া সজল। চোখে সে ঘুমায়, জাগিয়া। ওঠে শ্যামারই বুকে, সারারাত ঠায় একভাবে কাটাইয়া শ্যামাপ পিঠের মাংসপেশী খিচিয়া ধরিয়াছে ত৭ সে নড়ে নাই, কৰ্ণ যে ভাবে বজুকীটের কামড় সহিয়াছিল। তেমনি ভাবে দেহের যাতনা সহিয়াছে,-নড়িতে গেলে ঘুম ভাঙিধা ধৌ যদি আবার কাব্দে ? কালুর জন্য শ্যামার শোক কেন বুঝিতে না পারা যাক, কালুর বেএর জন্য তার ভালবাসা নিশ্চয় বকুলের বিরহ ? কিন্তু তা যদি স্থায় তবে কালুর জন্য শ্যামার এই শোক বিধানের বিরহ হইতে পারে তো ! DBBDS SkDSS KSBDDK KDB BDBBg S BDDDB SDBDDS আসতেছে. পচিয়া যাহতেছে। গোড়াতে সাত বছর একদিকে পাগলা শীতলের সঙ্গে বাস করতে কবিতে কাচা સૂરગિરી ગન, ફિાંત ફૂ ફિયા જિશિlfફળ, છતિ. ફિન মাতৃত্বলাভের প্রাণপণ প্ৰধাসের ব্যর্থতা-দু'টি একটি সঙ্গী BDBD DggBDBDg gSBBB BD gKD AsBDS DD BBBD KEDSDS DSDBD gDBDS Kgg DEDHD BBB Bg তাহাকে প্ৰায় কাপু করিয়া আনিয়াছিল,-এতকাল পরে এখন, জীবন-যুদ্ধে পরিশ্রান্ত মনটাতে যখন তাহার। আর তেমন তেজ নাই, সেই অস্বাভাবিকতা, সেই বিকার আবার অধিকার বিস্তাব কর৩েছে। মানুষ নয় শ্যাম ? জীবনের তিনভাগ কাটিয়া গেল, এর মধ্যে একদিন সে বিশ্রাশ পাইয়াছে ? দেহের বিশ্রাম নয়। দেহ তার ভালই আছে, গাভের নবাগত সন্তানকে বহিয়া সে কাতর নয়। বিশ্রাম পায় নাই তার মন । এখন তাহার একটু সুখ শান্তি ও স্বাধীনতার প্রয়োজন আছে বৈকি। প্রসবের তিনদিন আগেও হ্যামা এক একশ’ জনের ভোজ রাধিয়া দিবে, শুধু পরের আশ্রয় হইতে এবার তাকে লইয়া চল, ভবিষ্যতকে একটু নিরাপদ করিয়া দাও, আর ওষুধের মত পথ্যের মত একটু স্নেহ, দাও শ্যামাকে। একটু নিঃস্বার্থ অকারণ মমতা । স্বামী আর আত্মীয়স্বজন শ্যামার সেবা লইয়াছে। সন্তান লিইয়াছে সেবা ও মেহ। প্রতিদানে সেবা হ্যামা চায় না। আজ শ্যামাকে কেহ একটু মোহ দাও ? বড়দিনের সময় বিধান আসিলে সুপ্ৰভা বলিল, বড় হয়েছে তুমি তোমার সব ৰোঝা উচিত বাবা, বাপ তো তোমার সাতেও নেই পাচেও নেই-মার দিকে এক VNO) তাকাও ? কি রকম হয়ে যাচ্ছে দেখতে পাও না ? চাউনি দেখলে বুকের মধ্যে কেমন করতে থাকে, সেদিন দেখি বিড়বিড় করে কি সব বকছে আপন মনে, আমার তো ভাল aCr 23 nil বিধানের দু'চোখ ভরা রোষ, বলিল, তবু তো খাটিয়ে মারছেন । সুপ্ৰভা আহত হইয়া দলিল, আমাকে তুমি এমন কথা বললে বিধান, কত বলেছি আমি তুমি তার কি জানবে ? DBDD BBD ggDEED BBD BgBD g DDJD DBBB S নইলে এতলোক বাড়ীতে, তোমার মা কিছু না কিছু করলে কাজ কি এ বাড়ির আটকে থাকবে ?-সুপ্ৰভা অভিমান করিল, বেশ, আমরা না হয়। পর, তুমি তো এসেছে এবার, পাের। যদি রাখা না মাকে তোমার বসিয়ে ? বিধান কাবো অভিমানকে গ্ৰাহ করে না, বলিল, না ছোট পিসি, মাকে আর এখানে আমি রাখব না, আমি নিতে এসেছি মাকে । ওমা, কোথায় ? কোথায় নিয়ে যাবে ? খবর রাটিবামাত্র সুপ্রভার মুখের এই প্রশ্ন সকলের মুখে গুঞ্জরিত হইতে থাকে। বিধান শ্যামাকে লাইতে আসিয়াছে ? মাকে আর এখানে সে রাখিবে না ? কোথায় লইবে ? কার কাছে ? অতটুকু ছেলে, এখনো বি-এটা পৰ্যন্ত পাশ দেয় নাই, এসব কি মতলব সে করিয়াছে ? পড়া ছেড়ে দিয়েছিস খোকা ? চাকরি নিয়েছিস ? আমাকে না বলে এমন কাজ কেন করতে গেলি বাবাবলিয়া শ্যামা কাদিতে আরম্ভ করে । বিধান বলে, কাদাই কেন, এ্যা ? ভাল খবর আনলাম কোথায় আহলাদ করবে তা নয়। তুমি কান্না জুড়ে নিলে ? পাশ তো দি ৩াম চাকরির জন্যে ? ভাল চাকরি পেয়ে গেলাম। আর পাশ দিয়ে কি করব ? ব্যাঙ্কে লোক নেবার জন্যে পরীক্ষা হল, শঙ্কর আমাকে পরীক্ষা দিতে বললে, পাশ-টাশ করব ভাবিনি মা, তিনশ' ছেলের মধ্যে থার্ড হয়ে গেলাম। প্ৰথম সাতজনকে নিলে-নব্বই টাকায় সুরু। নব্বই ? বিশ পচিশ টাকার কেরাণী বিধান তবে হয় নাই ? শ্যামা একটু শান্ত হয়, বলে, আমায় কিছু লিখিসনি Qፃ ፩ এটা বোঝানো একটু কঠিন শ্যামাকে। পড়াশোনা করিয়া বিধান একদিন বড় হইবে, এত বড় হইবে যে চারিদিকে রব উঠিবে। ধন্য ধন্য-শ্যামার এ স্বপ্নের খবর বিধানের চেয়ে কে ভাল করিয়া রাখে। তাই পড়া ছাড়িয়া চাকরি লইয়াছে চিঠিতে শ্যামাকে একথা লিখিতে বিধানের ভয় হইয়াছিল। শুধু তাই নয়। বিধান ভাবিয়াছিল সে দু'শ-চারশ' টাকার চাকরি করবে। এই প্ৰত্যাশায় শুষ্ঠামা দিন গুণিতেছে, নব্বই টাকার চাকরি শুনিয়া সে যদি ক্ষেপিয়া যায় ?