পাতা:মানিক গ্রন্থাবলী (প্রথম খণ্ড).pdf/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S কিন্তু তুমি কি ভেবে দেখছ, আমাকেও তুমি কি ভাবে মেরে রেখে যাবে, এক মুহুর্ভের জন্য আমি শান্তি পাব না ? আমি কি করে বঁচিব বলতো ? আমায় ভালবাস বলে তোমায় KKB DDBiSiBBDBD K BDS S DDD S DDBKB DBBD নাকি ? আমায় পেলে না বলে মরতে পারবে, আমার সুখের জন্য বেঁচে থাকার কষ্ট তুমি সহ্য করতে পারবে না! শ্যামল মৃদুস্বরে বলিয়াছিল, তা বলি নি মালতী। সায়ানাইড খাওয়ার কথা বলিনি। আমি বলছিলাম, আর তোমায় জালাতন করব না, দূরে সরে যাব। শুধু দূরে সরে যাবে ? হ্যা, তোমায় আর বিরক্ত করব না। V9 মালতী নিশ্চিন্ত হইয়াছিল সন্দেহ নাই। মুখ দেখিয়া কিন্তু মনে হইয়াছিল। সে যেন আহত হইয়াছে, অপমানও বোধ করিয়াছে। যাকে ছেলেমানুষ মনে করিয়া রাখা যায়। তার কাছে ছেলেমানুষি করিয়া ফেলার লজ্জায় রাগও কি কম | Cद्म । আমি তোমাকে ঠিক বুঝতে পারি না মালতী ! মালতী চুপ করিয়া ছিল। শ্যামল তাকে বুঝিতে পারে BDS BDBDDK DBB DBB S EB DS DD DBBSCD রহস্যময়ী । শু্যামল তাকে পূজা করে, রাজকুমার তাকে অবজ্ঞা করে, কারণ সে নারী, সে রহস্যময়ী, তাকে কেউ বুঝিতে পারে না । আমার একটা কথা রাখবে মালতী ? অত ভূমিকা কোরো না। কি কথা ? একমাস বাইরে কোথাও ঘুরে আসবে ? তোমার সঙ্গে ? না। তুমি একা। কোন আত্মীয়স্বজনের কাছে চলে বাও । পুণায় তোমার মাসীমার কাছে অনায়াসে যেতে পার। যাবে ? তখন মালতীর মনে হইয়াছিল, শ্যামল যেন আর ছেলেমানুষ নাই, ছোট ছোট আবেগে নিজেকে সে খরচ করিয়া ফেলে না, কখন সে যেন পরিণত পুরুষ হইয়া গিয়াছে, ধীর সংযত আত্মপ্রতিষ্ঠ, তেজীী পুরুষ, বিজয় ও অভিজ্ঞ পুরুষ, হাসি কায়া আনন্দ বিষাদের রসজ্ঞ। পাকা অভিনেতা। ঠিক কি অনুভূতি তখন তাব জাগিয়াছিল। আর আনুষঙ্গিক আরও কি সৰ কথা মনে হইয়াছিল। পরে মালতী কোনদিন স্মরণ করিতে পারে নাই। ওই কয়েক মুহূর্ভের অভিজ্ঞতা শুধু তার মনে छ्,ि नृष्ठन क्रिखा चांद्र चश्ट्रउद्र cवळे! कणांकाण, श्रद्मश्खी প্ৰক্ৰিয়া। সে অভিজ্ঞতা বড় অদ্ভুত। খামল নিষ্ঠুর, চেয়ে নিম্ভৱ। রাজকুমার কি নিষ্ঠুর ? যাকে আপন করিতে চাই সে ব্যথা দিবেই, প্রিয় নিষ্ঠুর হইবেই —কারণ জগতে কেউ আপন হয় না, কেউ প্রিয় থাকে না। চব্বিশ ঘণ্টা। একদিন রাজকুমার যখন শুধু তার চোখে মানিক-গ্ৰন্থাবলী চোখে চাহিয়াছিল, পলক না ফেলিয়া যতক্ষণ চাহিয়া থাকিবার ক্ষমতা মানুষের আছে ঠিক ততক্ষণ, মালতীর আর্তনাদ করিয়া ছুটিয়া পলাইয়া যাওয়ার ইচ্ছা হইয়াছিল। এ সহজ সুবোধ্য কথা। কোলের শিশুকেও তো মার মাঝে মাঝে নিষ্ঠর মনে হয়। কিন্তু গুরুজনের মত তাকে সহর ছাড়িয়া দূরে কোথাও B gDDBD BDHS D KDS KBBD BDB কয়েকটি মুহূৰ্ত্তে এ কি অভিজ্ঞতা তার জন্মিয়া গেল যে রাজকুমারের চেয়ে শু্যামলের নিষ্ঠুরতা গভীর ও মৰ্ম্মান্তিক ? তার আঙ্গুলে গোলাপের কাটা ফুটিলে যে খামলের মনে হয় তো লক্ষ কঁাটা ফোটার যন্ত্রণা হয় ? আমার ভালর জন্য বলছি, তোমার কোন স্বাৰ্থ নেই কেমন ? এবার শু্যামল চুপ করিয়া ছিল। তুমি যাও শ্যামল। আমি বেরুবো । আমার সঙ্গেই চলো ? 6ठांयां शक् यांच ना । কখন ফিরবে ? তুমি আমায় পাগল করে দেবে। যেতে বলছি, *Its a যাচ্ছি মালতী ! যাচ্ছি বলিয়াও শ্যামল মিনিট দুই দাড়াইয়াছিল। আর আসব না তো ? তার মানে ? তুমি যদি সত্যি বারণ কর, তা হলে আর আসব না। মালতী হতাশ ভাবে এতক্ষণ পরে বসিয়া পড়িয়াছিল। তোমার সঙ্গে সত্যি পারলাম না। ভ্যামল। কি যে করি তোমাকে নিয়ে আমি। আমি জানি তুমি একটা ছুতো খুজিছ, নাটক করার মত খুব উচ্ছসিত ভাবে আমি সত্যি সত্যি তোমাকে আসতে বারণ করব, তুমিও আমার হৃদয়হীনতায় আহত হয়ে চলে যাবে, আর আসবে না। প্ৰথমদিন ভাববে। আমি রক্তমাংসের মানুষ নই, পরদিন ভাবাবে আমি মাটি, পরদিন পাথর, পরদিন লোহা, পরদিন ইস্পাত-বেশ মজা হবে, না ? সব ব্যাপারকে একেবারে চরমে না তুললে কি তোমার চলে না ? তুমি জানো, ওভাবে তোমাকে আমি যেতে বলতে পারি না। তুমি বোধ হয় ভােব যে মেয়েরা যার সঙ্গে লভে পড়ে তাকে ছাড়া সকলের মনে কষ্ট দিয়ে,সুখ পায় ? আর কিছু বলতে হবে না। মালতী। আমি যাচ্ছি। শোন। তোমাকে কয়েকটা কথা বুঝিয়ে বলা দরকার। আজ আমার সময় নেই, ক্ষমতাও নেই। কাল সন্ধ্যার পর R33 CC আমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না, মালতী । হৰে । সব কথায় কথা বাড়াও কেন ? কাল এসে । না এলে তুমি দুঃখিত হৰো ?