পাতা:মানিক গ্রন্থাবলী (প্রথম খণ্ড).pdf/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিয়াছে। এমন বোকা সে নয় যে মনে করিবে কালীকে হঠাৎ বড় বেশী পছন্দ হইয়া যাওয়ায় সর্বদা তাকে কাছে ডাকিয়া রাজকুমার তার সঙ্গে ভাবি করিতে চায়। পছন্দ হইয়া থাকিলে আর ভাব করার ইচ্ছা জাগিয়া থাকিলে এভাবে যখন তখন বিনা কারণে ডাকার বদলে সে বরং বিশেষ দরকার হইলেও কালীকে ডাকিত না। রাজকুমারকে অন্য সকলে যতটা চেনে মনোরমা তার চেয়ে অনেক বেশীই চিনিয়াছে। গিরীন্দ্ৰনন্দিনীর সঙ্গে যেমন ব্যবহারই DDBD D EBS B BBDDLD DB D DD DSS ঝোঁকের মাথায় সে অন্যায় ব্যবহারই করিয়াছিল, গিরির টানেই সে যে সেদিন তাদের বাড়ী গিয়াছিল, মনোরমা তা বিশ্বাস করে না। গিরির জন্য যাইতে ইচ্ছা হইলে সে কখনো সে বাড়ীর চৌকাঠ মাড়াইত না। মনোরমা ভাবিয়া কুলকিনারা পাইতেছিল না, রাজকুমার তার সমস্ত ভাবনা মিটাইয়া দিল। সকাল বেলা রাজকুমার তাকে বলিল, কালীকে রিণিদের বাড়ী একটু নিয়ে यांछि लि।ि ७, cन ? শুধু ঘরে বসে থাকবে ? দু’চারজনের সঙ্গে একটু उांदगांव क८द्ध थांक ? মনোরমার মুখ হাসিতে ভরিয়া গেল । বেশ তো নিয়ে যাও, আমায় আবার জিজ্ঞেস ऋद्र (कन ? কালীর অঙ্গপ্ৰত্যঙ্গের বৈশিষ্ট্য মনের মধ্যে বহিয়া নিয়া গিয়া রিণি, সরসী, মালতী আর অন্য মেয়েদের সঙ্গে মিলাইয়া দেখিতে রাজকুমারের বড় অসুবিধা হইতেছিল। ওরকম আন্দাজী গবেষণায় এত বড় একটা তথ্য কি যাচাই করা চলে ? পাশাপাশি দাড় করাইয়া কালীর সঙ্গে অন্য মেয়ের দেহের গড়নের তুলনা না করিলে অনুমানকে প্রমাণ বলিয়া গ্ৰহণ করা উচিত হইবে না । BDBBD DDB DBB D DJBB DB DS SDD gD জনের বাড়ী গিয়া কালীর সঙ্গে পরিচয় করিয়া দেয়। সকলে তারা ভাবে, এ আবার কি খেয়াল রাজকুমারের ? মনোরম খুৰ খুন্সী হয়। এতদিন তার শুধু আশা ছিল, এবার তার ভরসা জাগে যে আশা হয়তো তার মিটিৰে । ধীরে ধীরে রাজকুমারের কাছে তার অস্পষ্ট অনির্দিষ্ট অনুমান স্পষ্ট প্রমাণিত সত্য হইয়া উঠিতে থাকে। দ্বিধা সন্দেহ মিলাইয়া যায়। মাঝে মাঝে তার মনে হইতেছিল, মাথাটা বুঝি তার খারাপ হইয়া গিয়াছে, পাগলের মত সে অনুসরণ করিতেছে নিজের বিকৃত চিন্তার। এই আত্মপ্লানির বদলে এখন সে অনুভব ক৯িতে থাকে আবিষ্কারকের গর্ব। কালীকে দেখিয়া তার মনে হইয়াছিল, তার দেহের গড়ন ঘরোয়, অন্তঃপুরের একটি বিশেষ আবেষ্টনীতে একটি বিশেষ জাৰণে সে উপযোগী ! এখন সে জানিতে পারিয়াছে 5 लू कां १ St . . কেবল কালী এক নয়, সকলের দেহের গড়নেই এই সঙ্কেত আছে, দেহ দেখিয়া বুঝিতে পারা যায় সমাজের নানা স্তরে জীবনের বহু ও বিচিত্র পরিবেশের কোনটিতে সে খাপ খাইবে। उभू भान नम्र, cप्रश्द्र १ाँग्रेन (श्ब्रिां७ दिळांव्र कब्रिष्ठ श्व কোন জীবন কার পক্ষে স্বাভাবিক, কোন জীবনে কার বিকাশ বাধা পাইবে না। দেহ ? এতকাল রিণি, সরসী আর মালতীর মনের সঙ্গেই তার পরিচয় ছিল, আজ তাদের দেহ কি বিস্ময়কর সংবাদই তাকে জানাইয়াছে ! শুধু মনের হিসাব ধরিয়া সংসারে নিজেদের স্থান বাছিয়া নিতে গেলে জীবন ওদের ব্যর্থ হইয়া पारें । अग्रश्J नांद्री ७ १ऋषद्र cवन क्रिॉब्रांप्छ । একদিন সরাসীকে রাজকুমার বলিল, রিণি আর মালতীকে cनभठम कम न ? কেন ? এমনি । তোমাদের একটা গ্ৰপ ফটো নেব ; কবে ? কাল সকালে । হঠাৎ আমাদের ফটো নেবার সখ হল কেন ? সখের কি কেন থাকে সরসী ? এসব সখের থাকে । আচ্ছা বলব। কিন্তু সকালে কেন, বিকেলে বললে হবে না ? তাই বোলো। তিনটে চারটের মধ্যে যেন আসে। রাজকুমার একটু ভাবিল, খানিক ইতস্ততঃ করিয়া বলিল, আচ্ছা, জ্যোম্বা মমতা ওদের বললে হয় না ? আর তোমার সেই রুক্মিণীকে ? ওদেরও ফটো নেবে নাকি ? দোষ কি ? সরসী হাসিল, না দোষ কিছু নেই। হঠাৎ এতগুলি মেয়েকে একত্র করে ফটো নিতে চাইলে একটু খাপছাড়া মনে হবে, আর কিছু নয়। সে ব্যবস্থা আমি করে দেব। DD BDBDSS DDBDB BBDB YBD BB DDDSSSLLLS কারা ? লিষ্ট করে দিচ্ছি। লিষ্ট ? প্ৰকাণ্ড গ্ৰপ হবে বলে ? এত সব অদ্ভুত সখ চাপে কেন তোমার ? দুদিন যদি কিছু তুমি না কর, তিন দিনের দিন একটা কিছু করে অবাক করে দেবেই দেবে। এমনি চালচলন ভাবভঙ্গি দেখে মনে হয়। বয়স বুঝি সত্তর পেরিয়েছে, হঠাৎ যে তোমার কি হয় বুঝি না। রাজকুমার সতরটি মেয়ের নাম লিখিয়া লিষ্ট করিয়া দিলে সরসী ভুৰু কুচকাইয়া বলিল, এতগুলি মেয়েকে বলতে হবে ? কি ধরণের গ্ৰহণ হবে এটা ? বান্ধৰী গ্রপ, না। শুধু চেনা মেয়ের গ্রপ ? কুমারী গ্রপ বলা চলবে না, তিনজনের fö硬(环豆1