পাতা:মানিক গ্রন্থাবলী (প্রথম খণ্ড).pdf/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ܐ ܘ ܕ মোর কপাল! বুড়োর ততখণে হয়ে গেছে গা।” বুড়ী খলখলিয়ে হাসে । পুতি কিন্তু তার হাসে না । পুতির মুখে তার দ্বিধা সংশয় সন্দেহ, অবিশ্বাসের পাতলা মেঘ। খানিক ঘাড় বাকিয়ে থেকে সে বলে, “তাও হবে বা । মন্ত ধেড়ে মেয়ে, ওকি ঠিক আছে। বুড়ী গালে হাত দেয়।-“মর তুই বান্দর। নিজে না পছন্দ করলি তুই বড় মেয়ে দেখে ?” "---italجات (ع) ع" “বোকা, হাবা, বজাত । কুমারী মেয়ে নষ্ট হয় ? আমি নষ্ট হইছি ? বিয়ার রেতে সোয়ামী মোলো, দিন দিন যেন বাড়লো সবার মোকে নষ্ট করার চেষ্টা, নষ্ট হইছি। আমি ? কুমারী না হই তো তোর বাপের কিরে । মেয়া বাদ হয় সোয়াদ পেয়ে, কুমারী কি খারাপ হয় রে বেজন্মার পুত ? মরণ তোর -ষাট, যাট, । দুগগা, দুগগা ! তোর বালাই নিয়ে মারি আমি।” ‘সত্যি বলছিস ?” পুতি বলে তার মেঘকাটা মুখে আলো ফুটিয়ে । "ar CXS for ? কাজ অকাজের ফঁাকে ফাকে সবাই দ্যাখে নন্দ উবু হয়ে বুড়ীর সামনে বসে আছে তো বসেই আছে। কথার যেন শেষ নেই দু'জনের। থেকে থেকে দু’জনে আবার হেসে উঠছে খলখলিয়ে, হি হি করে। মেনকা হাপুসা নয়নে কঁদে আর বলে, “আমি কোথায় যাব ? কার কাছে যাব ? মোর কে আছে ?” নন্দর বেীকে বাড়ীর কারো পছন্দ হয়নি । একে ধাড়ী । মেয়ে, তাতে দূর সম্পর্কের মামাবাড়ীতে মানুষ, বিয়েতে পাওনা গণ্ডা জোটেনি ভালরকম, গয়না যা দেবে বলেছিল মেয়ের ধড়িবাজ মামা-তা পৰ্য্যন্ত সবগুলি মেনকা নিয়ে আসেনি । তার ওপর নন্দ নিজে পছন্দ করে বাড়ীর লোকের অমতে তাকে বিয়ে করেছে-বিয়ে করে এনে বাড়ীর লোকের মতামতের তোয়াক্কো না রেখে মাথায় করে রেখেছে বেীকে । বিয়ে সম্পর্কে ছেলের অবাধ্যতার জালা মানুষের জুড়োয় না, মন বিষাক্ত হয়ে থাকে বৌয়ের ওপরেই। রোজগেরে ছেলের v993 CV 5tts (forty if a তার ওপর বিয়ের এক বছরের মধ্যে নন্দ মারা গেল । भनिक-aश्यकी করেছে, বাড়ীর লোকের সঙ্গে ঝগড়া করে নন্দ তখন বৌ নিয়ে দু’মাসের জন্য পশ্চিমে বেড়াতে যাবার জন্য আয়োজন করছে। এ বাড়ীর কোন বেী কোন কালে এক স্বামীর সঙ্গে আজ পৰ্য্যন্ত কোথাও বেড়াতে যায়নি। এমন অসুমুণে বেীকে কে বাড়ীতে রাখবে ? মেনকার মামাকে লেখা হয়েছিল তাকে নিয়ে যাবার জন্য। সে জাবাৰও দেয়নি। রাখালের সঙ্গে তাই তাকে পাঠিয়ে দেবার আয়োজন হচ্ছে। মামাবাড়ীর দরজায় তাকে নামিয়ে দিয়ে রাখাল চলে আসবে, তারপর যা হবে তা বুঝবে মেনকা আর তার মামা । মেনকা কিন্তু যেতে নারাজ। মামাবাড়ীতে শুধু মারধোর BBD zBBLLLDB D KDBB BDL DD DS DD তাকে ঢুকতেই দেবে না সে জানে। দরজা থেকেই তাকে *gर्ष नागठि श्gद । মেনকা তাই হাপুসা নয়নে কঁদে আর বলে, “আমি কোথা बांद ? कांद्म कigछ गांव 'ि Y রোয়াকে বসে বুড়ী ডাকে, “এই ছুড়ি, শোন।” 6नकों कg2 ५007 \gमेिं । “কঁাদিস কেন হাপুসা চোখে, যোয়ান মন্দ মাগী ?, “আমায় তাড়িয়ে দিচ্ছে গো ।” SBDDD BBB SS SBD DDD BB S SDBDBD দিলেই তুই যাবি ? তোর শ্বশুর ঘর, কে তাড়াবে তোকে ?” মেনকা চুপ করে থাকে। “মোকে পেরেছিল তাড়াতে ? একরােত ঘর করিনি সোয়ামীর, বিয়ের রাতে ছটফটিয়ে মোলো। সবাই বলে, দূর দূর, অলুমুণে বেী । বিয়ে হল, সোয়ামী খেয়ে কুমারী র’ল, একি মেয়ে গা ? দূর | দুর । আমি গেলুম ? মাটি কামড়ে রইলাম। এখানকার। পারল কেউ তাড়াতে মোকে ? অ্যাদিন তুই সোয়ামীর সাথে শুলি, বাড়ীর বেী হয়ে রালি তোকে যেতে বললে তুই যাবি ? মাটি কামড়ে থাক। খুটি অ্যাকড়ে থাক।” মেনকার চোখে আশার আলো দেখা দেয় । উবু হয়ে বসে বুড়ীর । BDB BBD BDBDBD LE SBDDS BD DD LLL গুজগাজ ফসফাস কথা চলেছে তো চলেইছে, কথার যেন CM 7tar ৰৰ্যার শেষে পথঘাট উঠানের কাদা যখন শুকোতে আরম্ভ শেষ নেই।