পাতা:মানিক গ্রন্থাবলী (প্রথম খণ্ড).pdf/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

uBD D DD BB DBDB DuBDB DKDSS DB খুড়িয়ে ডোবা থেকে উঠে আসে । পুলিশ হঠাৎ গাঁয়ে হানা দিয়েছিল। মাঝরাতে। সেই থেকে এষ্ট সকাল পৰ্য্যন্ত সে ডোবার জলকাদার আগাছার মধ্যে গা ঢাকা দিয়ে কাটিয়েছে । হাঙ্গামার পর থেকে এই নিয়ে পুলিশ সাতবার হানা দিল গাঁয়ে। আবার যদি হানা দেয় কিছুকাল পরে, BD D D DBDBDD SBDD DBS SLBTBD BD S TLDBB লুকিয়ে থাকতে হলে ডোবার মধ্যে সে জমে কাঠ হয়ে যাবে নিশ্চয়, উঠে আর আসতে হবে না। অস্ত্ৰাণের শেষেই হ’ত পা তার অসাড় হয়ে গেছে, পৌষ মাঘের ৰাঘ মারা শীত সইবে কতক্ষণ । হঠাৎ ঘুম থেকে জেগে দিশেহারা হয়ে ছুটে ডোবায় নামবার সময় বা পায়ের তলাটা কিসে যেন কেটে গিয়েছিল অনেকটা, ভাঙ্গা কাচে না শামুকগুগলিতে কে জানে। কত রক্ত যে বেরিয়ে গেছে দেহ থেকে, ঠিকানা নেই। আঁচল জড়িয়ে শক্ত করে বেঁধেও রক্ত বন্ধ করা যায়নি বহুক্ষণ, চুইয়ে রক্ত পড়েছে, সে বেশ টের পেয়েছে । औं5व्छे कि ब्लाव्ल श्Cश्रgछ छाicथा ! সকাল বেলার রোদের মৃদু। তেজে মঙ্গলার অসাড় অঙ্গপ্ৰত্যঙ্গে ধীরে ধীরে সাড়া আসে, ঘন ঘন কেঁপে কেঁপে সে শিউরে ওঠে। হঠাৎ সে কেঁদে ফেলে ফুপিয়ে। প্ৰায় জমে যাওয়া অনুভূতিগুলিও যেন তার সুৰ্য্যের তাপে এতক্ষণে জীবন্ত হয়ে উঠেছে। তাড়াতাড়ি শীতের কঁপুনি কমাতে কানাই এক ছিলিম তোমাক সেজে নিয়েছিল । * দু'হাতে ছিলিমটা পাকিয়ে ধরে স স করে কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে BBDL DBD BDL BDBBDSDB D DD DS KBB DDD ভাগব নি। আর । ঘরে থাকব । যা করার করবে ।” পাছী টন টন করে ওঠে মঙ্গলার। পাছায় সে বেত LBuDS uB DBBS D BBDL DBDDBDBS SBDBDD Dg নয়। তবে উলেজ করে বেত মারা হয়েছিল বলে বোধ হয়। ঘটনার সঙ্গে শারীরিক বেদনাটাও তাজা কটকট হয়ে আছে স্থতিতে। কানাই-এর ছোট ভাই বলাই ডোৰায় না গিয়ে উঠেছিল। বাড়ীয় দক্ষিণে তেঁতুল গাছটায়। ওদের মতো জলকাদায় ভিজে শীতে কষ্ট না পেলেও সমস্ত শরীরটা তার ব্যথায় টনটিন করছে। কালকেটা নিয়ে দাদার দিকে পিছন ফিরে বসে টান দিয়ে সে বলে, “মোদের আর কিছু করবে না মন ਟ ਫ করে। ফেরার ক'জনার জন্যে তো হানা দিচ্ছে, মোদের af3f3 Tf a KV5 9f3 " “বলেছে তোমার কানে কানে, পীরিতের সাঙ্গাৎ তুমি।” মঙ্গলা গৰ্জে ওঠে। সেই সঙ্গে তারস্বরে উদ্ধার করতে আরম্ভ করে জগতে যেখানে যত পুলিশ আছে তাদের চোদপুরুষকে । বাড়ীর সামনে পথ দিয়ে যেতে যেতে কথাগুলি শুনতে পায় অধর ঘোষাল। হনাহনিয়ে বাড়ীর মধ্যে এসে মুখে হাত চাপা দেওয়ার মতো ব্যস্ত বিহবল মানায় তাকে থামিয়ে Cዛቛ | “থাম ছুiড়, থাম। কে গিয়ে খবর দেবে, মবৰি যে তখন ?” “ঠিক । সবার হাড়ির খবর যাচ্ছে, অবাক কাণ্ড।’ 'लूस भालl dकछन, ७दांौद्र लूसी भादेऊि ।' অধর ব্যাকুলভাবে ধমকে বলে, “থাক না বাবা, থাক না। অত দিয়ে কাজ কি তোদের, চুপ মেরে থাক না ?” “চুপ মেৰেই তো আছি গো বাবু। বোবা বনে গেলাম।” বলে মঙ্গলা এতক্ষণে পিাড়ি এনে অধর ঘোষালকে বসতে দেয়। 'ন', আর বসব না।” বলে অধর ঘোষাল উধু হয়ে বেশ জাকিয়ে বসে । অধর রোগ, ঢাঙ্গা, চিকণ শুমবর্ণ। চুলে সবে পাক ধরেছে কিন্তু ভুরু একেবারে সাদা। শীর্ণতা, লম্বা গলাবন্ধ কোটি আর পাকা ভুরুর জন্য তাকে ভারি হিসেবী, বিষয়ী ও বিবেচক মনে হয়। “বলতে তো ভরসা হয় না তোদের, পেটে কথা রাখতে পারিস নে ৷ বলে বেড়াবি দশজনকে ৷” কিছু বলতে চায় বুড়ো। পেটে কথা চেপে রাখতে পারছে না। তাই এমন মুঙ্গের ভঙ্গি করেছে যেন তাদের অবিশ্বাস করেও অনুগ্রহ করার জন্য ইচ্ছার বিরুদ্ধে বিশ্বাস করছে। অধরের কথা আর ভঙ্গিতে গা জলে যায় মঙ্গলার । ‘সুদেব আর ভূদেব কাল রাতে এয়েছিল । মরমর মাটিাকে দেখতে।” ‘বটে’ কানাই আর বলাই-এর মুখ হা হয়ে যায়। “সাহস কী, মাগো । গাঁয়ে এল ?” মজলা ৰলে । “খবর পেয়ে পুলিশ এসেছিল।” *ধরেছে নাকি ? রূদ্ধশ্বাসে প্রশ্ন করে তিনজনে । অধর মাথা নাড়ে - না । পালিয়ে গেল। কী কয়ে পালাল ভগবান জানে, চাদিকে ঘিরে ফেলেছিল।” অধরোয় চোখ প্ৰায় বুজে আসে, মৃদু ক্ষোত আর আপশোষের সুত্রে