পাতা:মানিক গ্রন্থাবলী (প্রথম খণ্ড).pdf/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 लू कां । সরসী তখন নিশ্বাস ফেলিয়া বলে, না, তুমিই বা জানবে কি করে । রাজ1মার নডিয়া চড়িয়া সোজা হইয়া বসে। --কিছুদিন আগে হলে তোমার প্রশ্নের জবাবে কি বলতম জান সরসী ? বলতাম, রিণি কেন পাগল হয়েছে জানি, আমার জন্য । Citats of আগে হলে তাই ভাবতাম। ওরকম ভাবার যুক্তি কি কম আছে আমার! তুমি সব জান না, জানলে তোমারও তাই বিশ্বাস হত। সরাসী চুপ করিয়া বসিয়া থাকে। রাজকুমার অপেক্ষা করে, অনেকক্ষণ । সরসী কিন্তু মুখ খোলে না। কি সব জান না, জানতে চাইলে না। সরসী ? 1ெ বললে শুনবে না ? varg | মালতীকে আমি পছন্দ করি ভেবে মালতীকে রিণি ইতিপূর্বে দু'চোখে দেখতে পারত না। একদিন নিজে থেকে যেচে আমার দিকে প্ৰত্যাশা করে মুখ বাড়িয়ে LBDD S DBDD DgEK BBD DJB BDDSBBS sYS কাছে আমার নামে বানিয়ে বানিয়ে এমন সব কথা বলেছিল যে, পরদিন তিনি আমায় ডেকে কৈফিয়ৎ তলব করেছিলেন, কেন তার মেয়েকে বিয়ে করব না। এখন রিণি পাগল হয়ে গেছে, কারো কথা শোনে না, আমি যা বলি তাই মেনে নেয়। শুধু তাই নয়, অন্য সময় পাগলামি করে, আমি যতক্ষণ কাছে থাকি শান্ত হয়ে থাকে । আমার জন্যে যে ও পাগল হয়েছে তার আর কত প্ৰমাণ চাও ? তোমার জন্য পাগল হওয়ার প্রমাণ ওগুলি নয় রাজু। LLD DD BDLD KKS DDBB DBBBDD sBBD S হয়তো কেন ? ভালবাসার কোন ধরা-বাধা লক্ষণ নেই রাজু। রাজকুমার কৃতজ্ঞতা জানানোর মত ব্যগ্র কণ্ঠে বলে, তুমি সত্যি আশ্চৰ্য্য মেয়ে সরসী। আমার বিবরণ শুনে অন্য কোন মেয়ের এতটুকু সন্দেহ থাকত না রিণি আমায় ভালবাসত আর মাথাটা ওর খারাপ হওয়ার কারণও তাই। ब्रिभि cठाभाव डालबागठ किनी छानि ना ब्राकृ, उाद সেজন্য ও যে পাগল হয়নি তা জানি। একপক্ষের ভালবাসা কাউকে পাগল করে দিতে পারে না, যতই ভালবাসুক। BB BDBKS DBD DBD DDt DDS SBB D B ভালবেসে থাকে, মনে জোরালো ঘা খেয়ে থাকে, অন্য কারণগুলিকে সেটা একটু সাহায্য করে থাকতে পারে, তার বেশী কিছু নয়। তোমার মত সাইকলজির জ্ঞান নেই, তবে এটা আমি জোর করে বলতে পারি। ডাক্তারও তো বলেছেন, ৰীরে ধীরে ইনস্তানিটি আনিছিল। তোমায় দায়িত্ব Stry কিসের ? তুমি কেন নিজেকে দোষী ভেবে মন খারাপ করছি ? তার কোন মানে হয় না । ধীরে ধীরে কথা বলিতে আরম্ভ করিয়া সরসী শেষের দিকে উত্তেজিত হইয়া উঠিয়াছে। আবেগ ও উত্তেজনা চিরদিন সরস’ব চোখে মুখে অভিনব রূপান্তর আনিয়া দেয় এবং এই রূপান্তর তার ঘটে এত কদাচিৎ যে, আগে কয়েকবার চোখে পড়িয়া থাকিলেও রাজকুমারের মনে হয়। হঠাৎ সরাসীকে ঘিরিয়া যেন অপরিচয়ের রহস্য নামিয়া আসিয়াছে । আমি তো বললাম তোমায়, আমি জানি রিণি। আমার FJ Pt이키 家, f II তবে তুমি এমন করছ, কেন? সরসীর প্রশ্নে রাজকুমার আশ্চৰ্য্য হইয়া গেল। ८कमन कब्रछि ? একেবারে যেন ভেঙ্গে পড়েছ তুমি। মুখ দেখে টের পাওয়া যায়। ভয়ানক একটা মানসিক যন্ত্রণা ভোগ করছে। সবাই বলাবলি করছে এই নিয়ে। তোমার কাঢ়ে। এ দুর্বলতা আশা করিনি রাজু। সত্যি কথা শুনবে সরসী ? আমার মন ভেঙ্গে গেছে। c:कन ? কেন তোমায় কি করে বুঝিয়ে বলব। আমি নিজেই ভাল করে বুঝতে পারি না । কেবল মনে হয় আমার জীবনের কোন সম্ভাবনা নেই, সার্থকতা নেই, আমি একটা ফাকি BBD BDDSS BBD B0 DBKSELD DDD DBD মনে হয়, এখানে ওখানে সিমেণ্ট করে বেঁধে ছেদে আস্ত মানুষের অভিনয় করছিলাম, এতদিনে ভেঙ্গে পড়েছি । চব্বিশ ঘণ্টা নিজের কাছে লজ্জা বোধ করছি। সরসী । সরসী অস্ফুটম্বরে কাতরভাবে বলে, আরেকটু স্পষ্ট করে বলতে পার না। রাজু ? আমি যে কিছুই বুঝতে পারলাম না। অন্যভাবে ঘুরিয়ে বলে । রাজকুমার অনেকক্ষণ ভাবে । তার চোখ দেখিয়া সরসীর মনে হয়, মনের অন্ধকারে সে নিজের পরিচয় খুজিয়া ফিরিতেছে। চোখে তার আলোর এত অভাব সরাসী কোনদিন দেখে নাই, এ যেন মুমূর্ষুর চোখ। সরসী শিহরিয়া উঠে। হাতের মুঠি সে সজোরে চাপিয়া ধরে ঠোঁটে, চোখ তার জলে ভরিয়া যায়। রাজকুমার কথা বলতে আরম্ভ করিলে প্ৰথম দিকের কথাগুলি সে শুনতে পায় না । রাজকুমার বলে, ঘুরিয়ে বলেও বোঝাতে পারব না। সরসী। যদি বলি, ভেতর থেকে জুড়িয়ে যেন ঠাণ্ডা হয়ে যাচ্ছি, ঠিক বলা হবে না। যদি বলি, বহুকাল থেকে আমি যেন ধীরে ধীরে সুইসাইড করে আসছি, তাও ঠিক বলা হবে না। আমার এই কথাগুলি কি ভাবে নিতে হবে জানো ? গন্ধ বোঝাবার জন্য তোমায় যেন ফুল দেখাচ্ছি। কি ভাব তুমি ? মোটা কথায় তাই আমাকে বলে। কি ভাবি ? ভাবি যে আমি এমন সৃষ্টিছাড়া কেন।