পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yQ R রঞ্জাবতী । >भ म -6षा छठूभ । (সৈন্যগণের প্রস্থান ) (লক্ষীর প্রবেশ ) দলু। — লক্ষ্মী ! কি ঘোর অন্ধকার। লক্ষ্মী ।-আষাড়ে অমাবস্তার রাত্রি-এইরূপ অন্ধকার চিরদিনই হয় । দলু।—এখনও কোথায় রাত্রি । সমস্ত দিনের মধ্যে একটা বার মাত্ৰ মুখ দেখিয়ে এই মাত্ৰ সুৰ্য্য অস্ত গেল। সমস্ত রাত্রিই এখনো আমাদের সামনে পড়ে আছে। প্রারম্ভেই এই অন্ধ কর । এমন অন্ধকার আমার স্মরণে আসে না । লক্ষ্মী৷—আসল কথা দৃষ্ট প'ড়ে আছে সেই দুটী বালকের উপর। কাজেই অন্যদিকে ভাল রকম দেখতে পাচ্ছিন্স না। দলু -একটা একটী করে চারিদিক থেকে কাল মেধ এসে অম্বিককে আচ্ছন্ন করছে। মেঘের উপর মেঘ, তার উপর মেঘ-গ্ৰহতারা গুলো অম্বিকার উপর রূপাদৃষ্টি দেবার জন্য যতই আগ্রহ করছে, ততই যেন কোথা থেকে আচ্ছাদনের উপর আচ্ছাদন তাদের মুখ ঢেকে ফেলছে। লক্ষ্মী প্ৰাত:সুৰ্য্যোদয় দেখবার আমার এত অকিঞ্চন হচ্ছে কেন ? •፡ লক্ষ্মী - একি সরদার । তুই কোথা আমাকে এ বিপংকালে উৎসাহ দিবি, তা, না করে, তোর বলে যার বল, তার মুখের পানে চাইছিস কেন ? দলু-জীবনের ভয়ত করি না লক্ষ্মী! যে ভার কাধে নিয়ে বসে আছি, তাতে হাত পা আমার বাধা পড়েছে।