পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪ द्वछविडी । A محہ আশ্রয় ভিক্ষা করছিল। তুমি বলেছি যে আশ্রয় চায়, সে শত্রু হ’লেও তাকে আশ্রয় দেবে। দলু।—কই সে ? বলা ! – ওরে এদিকে আয়। ( নিধিরামের প্রবেশ ) দলু।-কে তুমি ? নিধি -য়্যা আমি-সরদার আমাকে আশ্রয় দাও । মহাপাত্র আমাকে মেরে, গালে চুণ কালী দিয়ে, মাথায় ঘোল ঢেলে তাড়িয়ে দিয়েছে। এই দেখ সৰ্ব্বাঙ্গে প্ৰহারের দাগ । সরদার শুধু আমার প্রাণটী যেতে বাকী। দলু-কি অপধাধে তোমাকে শাস্তি দিলে ? নিধি -অপরাধ ! কি বলব সৰ্ব্বদার। তুমি কি বিশ্বাস করবে? আমি বিদেশী-আমার কথায় কি তোমার প্রত্যয় হবে। দলু -ব’ল। নিধি -তোমরা ধাৰ্ম্মিক, তোমাদের ওপর অত্যাচার হচ্ছে দেখে, আমি বলে ফেলেছিলুম, ধৰ্ম্ম এ অত্যাচার কখন সহ করবে না । এই অপরাধ। এই দেখি আমার কি দুর্দশ করেছে। দলু।--আচ্ছা । নিধি -বিদেশী, জায়গা চিনি না; লোক চিনি না, অন্ধকারে নিরূপায়ে তোমার আশ্রয়ে এসেছি। তুমি যদি আমাকে মেরেও ফেল, তাহ’লেও আমার পাপের প্রায়শ্চিত্ত হয় । দলু। —বলাই। এই নিরাশ্রয়কে স্থান দে । (সৈন্যের প্রবেশ)