পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भियनार्थ-शैबी ।

  • ভুবনমোহন ঘোষ। * রজনীকান্ত নিয়োগী। * গণেশচন্দ্ৰ ঘোষ । ”। সত্যপ্রিয় দেব ।
  • ভগবানচন্দ্র মুখোপাধ্যায়।

Hyna mamanagemouthumlumonthronymynion পরিশিষ্ট। -C sc ( R ) ১৯১৭ সালের ইষ্টারের ছুটীর সময় কলিকাতায় এক বিশেষ উৎসব হয়। সেই উৎসবের সময় ৭ই এপ্রিল শিবনাথকে সমুদায় ব্ৰাহ্মসমাজের নরনারী এক অভিনন্দন প্ৰদান করেন । “অপরাহ্ন ৫৷ ঘটিকার সময় ব্ৰাহ্ম-বালিকাশিক্ষালয়ের প্রাঙ্গণে ভক্তিভাজন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী মহাশয়কে অভিনন্দন প্ৰদানার্গ ব্ৰাহ্ম ব্রাক্ষিকাদের এক সম্মিলন হয়। শ্ৰীযুক্ত হেরম্বচন্দ্র মৈত্রের প্ৰস্তাবে ও সর্বসম্মতিক্রমে স্যার কৃষ্ণগোবিন্দ গুপ্ত, কে, সি, এস, আই, সভাপতির আসন গ্ৰহণ করেন। পণ্ডিত নবদ্বীপচন্দ্ৰ দাস সংক্ষিপ্ত উপাসনা করিলে শ্ৰীযুক্ত সুবােধচন্দ্ৰ মহালানবিশ মফঃস্বল সমাজসমূহ হইতে প্রাপ্ত সহানুভূতিসূচক পত্র ও টেলিগ্রাম পাঠ করেন। মেদিনীপুর, দিনাজপুর, কুমারখালি, টাঙ্গাইল, বাণীবন, বরাহনগর, রাঁচি, কঁথি, বঁকিপুর, গিরিডি, বৰ্দ্ধমান, বগুড়া, ময়মনসিং, কটক, শান্তিপুর সমাজ হইতে পত্র এবং লাহোরস্থ সাধনাশ্রম, আত্মোন্নতিসভা, রামমোহন বালিকাবিদ্যালয়, আপার