পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । ܘܶ আপনার প্রেম ও উৎসাহের প্রভাব জাজিল্যমান ভগ্ন স্বাস্থ্য ও বাৰ্দ্ধক্য উপেক্ষা করিয়া। আপনি দিবারাত্রি আমাদের কল্যাণচিন্তায় মগ্ন আছেন এবং অক্লান্তভাবে সমাজের সেবা করিতেছেন । আমরা আপনার নিৰ্ম্মল চরিত্র, ব্ৰহ্মপরায়ণতা ও একনিষ্ঠ সেবা স্মরণ করিয়া আপনাকে বার বার প্রণাম করি, এবং ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তিনি আরও দীর্ঘকাল আপনাকে আমাদের মধ্যে রক্ষা করুন, আপনার জীবনের সৌরভ সমাজ ও দেশমধ্যে বিস্তার ও চিরস্থায়ী করুন এবং এই সমাজ ও এই দেশের কল্যাণের জন্য আপনার জীবনব্যাপী প্রার্থনা পূর্ণ করুন। একান্ত অনুগত সাধারণ ব্ৰাহ্মসমাজের সভ্যগণ । ব্ৰাহ্মমহিলাদের পক্ষ হইতে শ্ৰীযুক্ত কাদম্বিনী গাঙ্গুলী নিম্নলিখিত- | রূপে অভিবাদন করেন :- ভক্তিভাজন! নারীজাতির কল্যাণকামী আপনাকে আজ ব্ৰাহ্মসমাজের মহিলাগণের পক্ষ হইতে আমি অভিনন্দন করিতেছি। আপনার সঙ্গে রক্তের কোন সম্পর্ক না থাকিলেও আপনি আমার পরমাত্মীয়, কারণ আপনি আমার পরলোকগত পিতৃদেবের বন্ধু এবং স্বৰ্গগত স্বামীর সুহৃৎ ও কৰ্ম্মসখা। আপনাকে সম্বৰ্দ্ধনা করিয়া আপনাকে সমৃদ্ধ করিব সে স্পৰ্দ্ধা আমার নাই, তবে আপনার গৌরবে আমরা গৌরবান্বিত ইহা জানাইবার এই সুযোগটুকুকে আমি অবহেলা করিতে পারিতেছি না ! আজ আমার বিশেষ করিয়া মনে পড়িতেছে, ভারত রমণীর ২৫শে চৈত্র ১৩২৩ ৷৷