পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । Rł "কজিয়া ব্ৰাহ্ম হইয়াছিলেন। এখন সে श्र्लिभाच्च নাই, সে সমাজে শাসন নাই, এখনকার লোকে বুঝিতে পরিবে না, গোড়ায় ব্ৰাহ্মগণ ব্ৰাহ্মসমাজের জন্য কতকটা ক্ষতি স্বীকার করিয়াছিল, কি কঠোর সমাজ-নিগ্ৰহ সহ্য করিয়াছিল। এই সকল ত্যাগী পুরুষের ত্যাগ ও তিতিক্ষার প্রভাবে ব্ৰাহ্মসমাজের উদ্ভব ঘটিক্সাছিল, ব্ৰাহ্মসমাজ এক সময়ে শিক্ষিত সমাজের সেব্য ও পূজ্য সমাজ হইয়াছিল। পণ্ডিত শিবনাথ সাধারণ ব্ৰাহ্মসমাজের জন্য একটা স্বতন্ত্র সাহিত্যের সৃষ্টি করিয়াছিলেন। পণ্ডিত শিবনাথ কবি, ভাবুক, রসিক পুরুষ ছিলেন ; সংস্কৃত সাহিত্য ভাল করিয়া জানিতেন। বলিয়া তাঁহার গদ্যে পদ্যে ভাষার পবিত্রতা পূর্ণমাত্রায় রক্ষিত । হইয়াছে। পণ্ডিত শিবনাথ সাহিত্যের হিসাবে একজন বিরাট * পুরুষ ছিলেন। চলিয়া গেল-একে একে ব্রাহ্মসমাজের সকল স্ফটিকস্তম্ভ । খসিয়া পড়িল । যাহারা ব্ৰাহ্মসমাজের স্রষ্টা, যাহারা ছিল বলিয়া BBDDS DDD DBDD DDB BBS DDDBBD DBDBB BDBBD সমগ্র বাঙ্গালার ধৰ্ম্মক্ষেত্র সমালোকিত ছিল, একে একে তাহারা সকলেই চলিয়া গেলেন । ব্ৰাহ্মসমাজের সে আকর্ষণ শক্তি, সে বিদ্বজ্জনমোহন প্রভাব আর রহিল না। পণ্ডিত শিবনাথ àãs সাধারণ ব্ৰাহ্মসমাজের শিবরাত্রির সলিতার মতন ছিলেন; তিনি ছিলেন বলিয়া ব্ৰাহ্মসমাজের বিশিষ্টতা ব্লক্ষিত হইয়াছিল, তিনি ছিলেন বলিয়া ব্ৰাহ্মসমাজের প্রতি অনেকের একটা মোহ ছিল। তিনি চলিয়া গেলেন, এখন রহিল কেবল ঘোষণা। আমরা হিন্দু, চিরদিনই শাস্ত্রীমহাশয়ের প্রতিদ্বন্দিতা করিয়াছি; পরন্তু ঊর্তাহার মনীষা,