পাতা:সমসাময়িক ভারত (পঞ্চম খণ্ড).pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 প্রাচীন ভারত অধিকার করে। সিন্ধু এবং গঙ্গার উপত্যকায় এই জাতির রাজ্যবৃদ্ধি প্রারম্ভ হইবার পূর্বে এবং সম্ভবতঃ চৈনিক সেনাপতি পাঞ্চাও কর্তৃক ইহার রাজা কাদফাইসিসের পরাজয়ের পূৰ্বে (এই ঘটনা খোটানের নিকট ৯০ খৃষ্টাব্দে ঘটিয়াছিল) এরূপ বিপুল পরাজয় নিশ্চয়ই ভারতবর্ষের সর্বত্র ঘোষিত হইয়াছিল এবং এরূপ জাতিকে নিশ্চয়ই, আমাদের গ্রন্থকার “যুদ্ধপ্ৰিয়” জাতি বলিয়া উল্লেখ করিতেন না। এবস্তপ্রকারে আমি ৯০ এবং ৯৫ খৃষ্টাব্দে এই দুইটী তারিখ পাই-ইহার পরে কখনই “পেরিপ্লাস” লিখিত হয় নাই। চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদে গ্ৰন্থকার অম্বুমাইট্ৰদের নগরের কথা এবং জোসকালেস-শাসিত রাজ্য, উপকূল এবং দেশমধ্যস্থ জনপদের কথা উল্লেখ করিয়াছেন। হেনরি সন্ট জোসকালেসকে “তারিখ নেগুস্তি” (আবিসিনিয়া রাজাদের ইতিহাস) গ্রন্থে DBDB L BDB BDS BDBBDD DDS DBDD iB মতে জা। হাকালে ত্ৰয়োদশ বৎসর রাজত্ব করিয়াছিলেন। সন্টের भाऊ बारे नम्र १७ श्रुटेब श्रेष्ऊ >> श्रुष्ट्रेक्षा । श्रुडेब्र बद्म জা। হাকালের অন্যতম পূৰ্বপুরুষ জাবিশি বাজেনের রাজত্বের অষ্টম বর্ষে হইয়াছিল, উল্লিখিত ইতিহাসে লিখিত এই ঘটনা হইতে সন্ট উক্ত সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন। জা। হাকলের ৮৪ বৎসর পূর্বে জাবিশি বাজেন সিংহাসনাধিরোহণ করিয়া छिन्न । नङ्ठवङः न न्नुक्ष সন্ট যে সিদ্ধান্তে উপনী হইয়াছেন তাহা ঠিক, কিন্তু উক্ত ইতিহাসে উল্লিখিত তারিখ গুলি ঐসকল ঘটনার কয়েক শতাব্দী পরে লিপিবদ্ধ হইয়াছিল এবং