পাতা:সমসাময়িক ভারত (পঞ্চম খণ্ড).pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেরিপ্লাস হইয়া যাতায়াত করিয়া গন্তব্যস্থানে পৌছিতে বহু বৎসর অতিবাহিত হইত। কিন্তু, ঘটনাচক্রে রোমের আকাঙ্ক্ষার সফলতা লাভ করিল। নবপ্রতিষ্ঠিত অক্সামরাজ্য তাহার পূর্বপ্রতিবেশী আরববাসীদের ব্যবহারে ত্যক্ত হইয়া রোমের সহিত সখ্যতাসূত্রে আবদ্ধ হইতে চেষ্টা করিতেছিল। গুয়ার্দাফুইর পূর্বতম বাণিজিক স্থানগুলি, যাহা পূর্বে আরবদিগের শাসনীভূত ছিল, এক্ষণে তাহদের প্রভুদের বিবাদের জন্য স্বাধীন হইয়াছিল এবং এই পণ্যবীথিকাগুলি যাহারা ইচ্ছা! করিত তাহদেরই পক্ষে মুক্ত ছিল। পরে, জনৈক রোমক প্রজা (সম্ভবতঃ এই ব্যক্তি আবিসিনিয়ায় কাৰ্য্য করিত) সমুদ্রে বিতাড়িত হইয়া উন্মুক্ত জাহাজে ভারতবর্ষে নীত হয়, ও কয়েকমাস পরে অনেক সংবাদ সংগ্ৰহ করিয়া অনুকুল বায়ুতে প্ৰত্যাবৰ্ত্তন করে। তৎপরে, হিপালাস নামক দুঃসাহসিক বণিক (৬) ভারতীয় বায়ুর ক্ৰমিক পরিবর্তন লক্ষ্য করিয়া (যাহা নিঃসন্দেহে আরব ও হিন্দুগণ পরিজ্ঞাত ছিলেন), যথাসময়ে সাহসের সহিত যাত্রা করিয়া সফলতা লাভ করিয়াছিলেন এবং রোম যে সকল পণ্যের জন্য মুক্তহস্ত ছিলেন-মণি, প্ৰবাল, চন্দনকাষ্ঠ, ইবনি, গন্ধ, গুগগুল, বিশেষতঃ মরিচসহ প্ৰত্যাবৰ্ত্তন করিলেন । পুরাতন বাণিজ্যপথগুলি अभिङ्गऊ न श्रेष्ण8 श्°ब्रिफिंड श्वांछिल ; आंब्रत्र ७ श्शूिद्र মধ্যে আবহমান কাল হইতে প্ৰচলিত বন্দোবস্ত অনুসারে যে দারু (৬) সমসাময়িক ভারত, প্ৰথম খণ্ড, ১১৪ পৃষ্ঠা দ্রষ্টব্য। আধুনিক ইতিহাসে DBDBDBD DD BD DBDBD BB Bg DS DBDBD DBDBDB BD হিপালাসের নামও সেইরূপ ভাবে দেখা কৰ্ত্তব্য। . LLLLLSLLGLMLM MSGSLSL LL LSLSGLSGSSL LSL LSL SLLSL L L L L LSLSLSLLLSG GSS SLGSLLSSLL LLLL