পাতা:সমসাময়িক ভারত (পঞ্চম খণ্ড).pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেরিপ্লাস্ । ७४ শ্লোকামাসের মুক্তভৃত্য (freedman) সমূদ্রে গমন কালে এসকল স্থান এবং "তাপ্ৰেবেণ” (সিংহল) হইতে কর সংগ্ৰহ করিত। আমরা এ রাজত্বের সময়কালীন হিপালিসের আবিষ্কারের কথা এই সঙ্গে বিবেচনা করিলে, অন্য সময়াপেক্ষা এই সময়েই এডেন ধ্বংসের উত্তম কারণ গণ্য করিতে পারি।* লিউকী কোমীর • সেনানিবাস রোমকদেরই অধিকৃত ছিল, এবং তথাকার শুষ্ক তাহারাই সংগ্ৰহ করিতেন, এই উক্তি পেরিপ্লাস দ্বারা প্রমাণিত । হয় না ; বস্তুতঃপক্ষে, পেরিপ্লাস পাঠে অনুমিত হয় যে, নাবাথিয়ান-রাজ মালিখস এই সকলের অধিকারী ছিলেন। অপিচ, প্লোকামাসের মুক্তভৃত্য ( যে প্লিনির মতে লোহিতসাগরের করের অধিকারী ছিল) সাময়িক বায়ু দ্বারা তাপ্রোবেণে নীত হইবার সময় আরব উপকূল হইয়া যে যাত্রা করিয়াছিল, তাহা যে রোমক-কোষাগারের কর আদায়ের জন্য করা হইয়াছিল, ইহা নিতান্ত অনুমান মাত্র। “কৈসর” কথাটী লইয়া অনেক नमश् क्व्रां श्वांछ्, क्रिस् रेशं यमश्रूर्क्षं *न्निभिन्न अश्छऊष ভ্ৰম মাত্র। ইহার প্রকৃত পাঠ সম্ভবতঃ যাহাই হউক, কোন ৷ এক জন রোমকু সম্রাটু এডেন ধ্বংস করিলে, তাহাদের ঐতিহাসিকগণ যে এরূপ বিশেষ ঘটনা উল্লেখ করিতেন না, বুঝিতে পারিলেও, তিনি বিবেচনা করেন যে, গ্ৰন্থকার প্লিনির } সমসাময়িক ছিলেন এবং প্লিনির গ্রন্থ প্রকাশের কিয়দিবস পূর্বেই ।