পাতা:হলুদ পোড়া - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হলুদ পোড়া SS V মৃন্ময়ী হঠাৎ যেন ক্ষেপিয়া গেল “তুই দেখেছিন্ন পাচু ? মিথ্যেবাদী হারামজাদা, দেখেছিস তুই ।” চাদের আলোয় তাহার গান্মে জলের দাগ চকচক করে, চোখ যেন পাগল মেয়ের রাগকরা চোখ। মনে হয়, পাচুকে সে আঘাত করিবে। কিন্তু হঠাৎ সে সুর বদলাইল । ‘ওটাকে ভূত মনে করেছিল বোধ হয়।” মৃন্ময়ী নিজের ছায়াটি দেখাইয়া দিল। একটি হ্রস্ব বাহু গুড়াহঁয়া छांधा७ उांश्ांब्र कथांग्र जांब्र व् ि। পাচুকে নীচে নামাইয়া দিয়া বিকাশ স্তব্ধ হইয়া দাড়াইয়া বহিল। মৃন্ময়ী প্রশ্ন করিল, “কি ভাবছি শুনি ?” “ভাবছি পাঁচু কেন ভয় পেল। তোকে তো ও কতদিন অন্ধকার ছাতে ঘুরতে দেখেছে, আর আজ এমন ਕ সুলতার দোষ রে ?” 螺 মৃন্ময়ী শুল্কম্বরে বলিল ‘তাছাড়া কি?” বিকাশ নিশ্বাস ফেলিয়া বলিল “চল মিনু, थांगना नै5ि गाये।' “নীচে গিয়ে কি করব ? তোমার বৌ এর সেবা ?” “করলে কি তোর পাপ হবে ? বড় নিল্লািজ তুই। বড় ছোট মন তোের।” N TDD DB DBDBD D BDBDD DBD BDDDB DBBD LBDB DS সে কঁাদিয়া ফেলিল । বৌকে আমি হিংসা করি না। দাদা, তোমার গা ছয়ে বলছি একটুও হিংসা করি না।” -বিকাশ তাহাকে শান্ত করিবার চেষ্টা পৰ্যন্ত করিল না, সংক্ষেপে শুধু বলিল ‘তা জানি। চল নীচে। রাত নটায় সুলতা চ্যাচাইতে আরম্ভ করিয়া দিল, থামিল এগারোটার