পাতা:হলুদ পোড়া - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হলুদ পোড়া Šes রাখিয়া দেওয়া হইল। সুভদ্ৰা মাঝে মাৰে আসিয়া পাঁচ দশ মিনিট বায়ানদায়- বসিতে লাগিল আর নিজের হাতে বিক্ৰী করিতে লাগিল ভাজা জিনিষগুলি। বৈঠক তাই ভাঙ্গিয়া গেল কিন্তু সেজন্য বিক্ৰী কামিল না। বেগুনি ফুলুরিও কম মুখরোচক জিনিষ নয়। DDBDB D DBSBBDBS DDBBuS gB DBDD DBB SBDuDkDB আসে। কেউ সকালে, কেউ বিকালে । সুভদ্ৰা না থাকিলৈ গল্প করে সাধনের সঙ্গে, সুভদ্ৰা আসিলে দু’এক পয়সার বেগুনি কেনে আর দু’একটি কথা কয়। O নটবর একদিন তাকে বাবুদের বাড়ী গান গাহিবার বায়না দিয়া গেল। শুনিয়া লোচন বলিল, “না, না, অমন কম্মোও কোরো না। ওর বাবু বড় খারাপ লোক।” সতীশ এবং বংশীও সায় দিয়া বলিল, “ষেও না, বিপদ হবে।” সুভদ্ৰা বলিল, “বিপদ হবে ? কিসের বিপদ ?” তারপর হাসিয়া বলিল, “বেশ তো, তোমরা তবে দশটা টাকা দাও আমায়, যাব না। তোমাদেরি না হয় গান শুনিয়ে দের।” ” h পরদিন সত্যই তারা দশটা করিয়া টাকা নিয়া হাজিরা। দশটা করিয়া টাকা দেওয়া তাদের পক্ষে এমনিই সহজ নয়, প্রতিদানে কিছু পাওয়া যাইবে, কিনা সন্দেহ থাকিলে সেটা আরও কঠিন হইয়া দাঁড়ায়।” बुशिंग्रा সুভদ্রা খুলী হইল বটে, মন কিন্তু তার ভিজিল না। এসব ফাঁকি সে জানে। সাতদিন একত্র, বসবাস করিবার পর সে একটি টাকা” বাজে খরচ করিলে এর প্রত্যেকে তার সঙ্গে রীতিমত ঝগড়া করিবে। তা ছাড়া, এবেলা টাকাটা নিলে ওবেলা এরা একা পাওয়া মাত্র তার হাত ধরিয়া টানিবে। তার চেয়ে নটবরের বাবুর বাড়ী গান গাহিতে যাওয়া यनिक छोण । 叠