পাতা:সমসাময়িক ভারত (পঞ্চম খণ্ড).pdf/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেরিপ্লাস SRS BD DBD S SBBB BBD DDD DDBDDS SDB Bg স্থান বন্দর ও উপকূল হইতে সপ্তদশ মাইল দূরবত্তী বলিয়াছেন। পেরিপ্লাস হইতেই আমরা জানিতে পারি যে, ভারতবর্ষ ও মিশরের বাণিজ্যিক সম্পর্কের জন্য ইহা সমৃদ্ধিশালী হইয়াছিল। পেরিপ্লাস লিখিত হইবার সময়ে ইহার অবনতি হইতেছিল; কিন্তু, টলেমির সময়ে ইহার পুনঃ-প্রতিষ্ঠার চিহ্ন দৃষ্ট হইতেছিল এবং কনষ্টাণ্টা, নাইনের সময়ে ইহা “রোমের বন্দর” নামে কথিত হইত। তৎকালে ইহা পুনৰ্ব্বার স্বীয় সমৃদ্ধি প্ৰতিষ্ঠা করিয়াছিল। ইদ্রিাসি নামক গ্ৰন্থকার এডেনের সম্বন্ধে লিখিয়াছেন, “ইহা একটী ক্ষুদ্র শহর, DD DDD SDDDLBLD DTu BuDBBBBD BBDDS g BDBB DBBBBD সিন্ধু, ভারতবর্ষ ও চীনে জাহাজ যাত্রা করে। মধ্যযুগে ইহা পুনর্বার ভারতবর্ষ ও লোহিতসাগরের বাণিজিক সম্পর্কের জন্য সুপ্ৰতিষ্ঠিত হইয়াছিল। মার্কপলে ইহার সমৃদ্ধি ও অবস্থার বিশেষ পরিচয় প্ৰদান করিয়াছেন। ইউডিমন হইতে আরব শব্দ উদ্ভূত হইয়াছে বলিয়া কেহ কেহ অনুমান করেন । ৩০ পরিচ্ছেদ, ৮৭ পৃষ্ঠা। ম্যাক্রিণ্ডল এই সম্পর্কে লিথিয়াছেন -- কেহ কেহ সুয়াগ্রিস অন্তরীপকে রাসেল হাদ বলিয়া নির্দেশ করেন। টলেমি কথিত, কানী হইতে ছয় ষ্টাডিয়া দূরবত্তী সুয়াগ্রস নামক নগর এই স্থানেই অবস্থিত ছিল। কিন্তু, সুয়াগ্রিস রাসফার্টাকেই অবস্থিত-অন্য কোন স্থানে নয়। ইহা হিশন ঘোরাব বা কানী হইতে ৪ ডিগ্ৰী দূরে অবস্থিত। এই স্থান হইতে অষ্টাদশ মাইল দূরে সাঘর নামক গ্রাম-সম্ভবতঃ এই নাম হইতেই গ্ৰীকৃগণ সুয়োগ্রস নাম গ্ৰহণ