পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W ভারতে ইউরোপীয়ান পৰ্য্যটক করেন এবং তদনুসারেই কন্টি যে সকল স্থানে ভ্ৰমণ করেন, সেই সকলের বৃত্তান্ত আমাদের হস্তগত হইয়াছে। কন্টি আরবী ভাষা শিক্ষা করিয়া ছয়শত বণিকের সহিত নিজ পণ্য সহ দামস্কাস হইতে যাত্ৰা করিয়া আরবের মরুভূমি উত্তীর্ণ হইয়া চালডিয়ায় পৌছেন। তথা হইতে বোগদাদ, পরে আট দিবসে বসোরা, bाििgन পারস্তোপসাগর, পাচদিনে কালকাস এবং পরে অম্মাজে উপনীত হন। ভারতবর্ষাভিমুখে যাত্ৰা করিয়া আরব দেশের কালেকেসিয়া(১৬)বন্দরে যাইয়া পারসী ভাষায় অভিজ্ঞতা লাভ করেন। তথায় তব্দুেশীয় পরিচ্ছদ পরিধান করিয়া তিনি কয়েকজন পারসীক বণিকের সহিত একমাসে কাম্বে পৌছেন। কন্টি লিখিয়াছেন যে, কাম্বেতে প্রচুর পরিমাণে মূল্যবান প্রস্তব প্রাপ্ত হওয়া যায়। পশ্চিম ভারতবর্ষের উপকূল হইয়া জলপথে কুড়িদিনে তাঁহারা উপকূলবৰ্ত্তী পাকামুবিয়া ও হেলী নামক দুইটী নগরে গমন করেন। এই দুইটী স্থানে, কন্টি উল্লেখ করিয়াছেন যে, আদা পাওয়া যাইত । এই স্থান হইতে প্ৰায় তিনশত মাইল অগ্রসর হইয়া বণিকৃগণ বিজয়নগবে উপস্থিত হন। কন্টি এই সমৃদ্ধিশালী নগর সম্বন্ধে লিখিয়াছেন যে বিজয়নগরে এক লক্ষ সৈন্য আছে ; অধিবাসীরা ইচ্ছানুসারে বিবাহ করিতে পারে এবং তাহাদের মৃত্যু হইলে তাচাদের পত্নীগণ সহমৃতা হয়। রাজা ভারতবর্ষের সকল নরপতি অপেক্ষা পরাক্রান্ত এবং তঁাহার দ্বাদশ সহস্র পরিচারিকা আছে ; এই সকল পরিচারিকার চারি সহস্ৰ সদাসর্বদাই পদব্রজে তাতার অনুগমন করে এবং তাহার রন্ধনশালায় ব্ৰতী ma l-qa, imma SSDDS gg uDuD DBBBD DDD DDDS BBBBBBBBSDDBDDD DB DDT নির্দেশ করিয়াছেন। বিজয়নগরকে কন্টি “বিজেনেগালিযা” (BMzenegalia) বিলিয়া উল্লেখ করিয়াছেন। কন্টি সিংহল সম্বন্ধে যাহা বলিয়াছেন তাত যে ভ্ৰমপূৰ্ণ তাহা बजांझे दहिना ।