পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ইউরোপীয়ান পৰ্যটক Y CC গমন করেন। কালিকট এই সময়ে ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্দর ছিল এবং ভার্থেমার পুস্তকের এক তৃতীয়াংশ কালিকটের বর্ণনাপূর্ণ। কালিকট পরিত্যাগ করিয়া, তিনি লঙ্কাদ্বীপ হইয়া পুলিকাট, নেগাপটম, “টাৰ্ণাসেরি” এবং “বাঙ্গেল” (২৩)* দৰ্শন করেন। অতঃপর তিনি পেগু, মালাক্কা, श्गाँव। ও বোণিয়োয় গমন করেনু। ভারতবর্ষে প্ৰত্যাবৰ্ত্তন করিয়া তিনি পর্তুগীজ ও কালিকটের জামােরিনে যে জলযুদ্ধ হয় তাহা দৰ্শন করেন। পরে, তিনি কোচীনে কাৰ্য্যগ্ৰহণ করেন এবং অবশেষে ১৫০৭ খৃষ্টাব্দে পর্তুগীজ জাম্বুজে স্বদেশে প্রত্যাগমন করেন। অন্যতম পৰ্য্যটক বারবোসা ষোড়শ শতাব্দীর প্রথমভাগে ভারতবর্ষে আগমন করেন । হানিও বিজয়নগরের বৃত্তান্ত লিপিবদ্ধ করিমুছেন। SLMLL LLL LLLS LLSLLSL TSMSMSMSM SLSL -m or шн жян - (২৩) ভার্থেমা দক্ষিণাত্যেব রাজনীতিব প্ৰশংসা কবিযাছেন। বাববোসা বলিয়াছেন যে, অপবাধীব দোষগুণানুসাবে বিচাব হইত। তবে, বাববোসা ইহাও বলিযাছেন যে, কালিকটে অভিজনগণ নানাকােপ সুবিধা উপভোগ করিতেন এবং র্তাহাৰা কোন অপবাধেই শৃঙ্খলাবদ্ধ হইতেন না। দরিদ্রগাণ নানাকােপ অসুবিধাভোগ করিত। “বঙ্গেলের” স্থান নির্দেশে যথেষ্ট মতভেদ দেখা যায় । কেহ কেহ ইহাকে সুন্দীপ ও হাতী যাব। মধ্যবিত্তী কোন স্থান বলিযা নির্দেশ কবিযাছেন। ভার্থেমা rtcor a rix C (firstCar C. “I never saw a country in which provisions were so cheap.” অর্থাৎ খাদ্যদ্রব্য এত সস্তা। তিনি আবী কুত্ৰাপিও দেখেন নাই । "Here they found the richest merchants they had ever met; the principal exports were cotton and silk stuffs...The country abounded In glans of every kind-sugar, glnger and Cotton and was withal the best place in the world to lı ve in.” অর্থাৎ এই স্থানে সৰ্ব্বাপেক্ষা ধনী বণিকগণ থাকে। কাপাস্ক ও রেশমী বক্স প্রচুর পরিমাণে বগুনী হয়। দেশে সকল প্রকার শস্য, চিনি, আদা ও কার্পাস হয়। পৃখিবীব মধ্যে বাস করিবার এই সর্বাপেক্ষা উৎকৃষ্টস্থান। সোজােম্বজি ভার্থেমাব “বাঙ্গেল”কে বঙ্গদেশ বলা যাইতে পারে কি ? a)