পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RR ভারতে ইউরোপীয়ান পৰ্য্যটক জন্য ঐ প্রদেশের সমধিক উন্নতি হইত না। যদি কোন ভূম্যধিকারী সরকাৰী খাজানা দিতে অসমর্থ হইতেন, তবে সবাদার তাহার জমি বাজেয়াপ্ত করিয়াই ক্ষান্ত থাকিতেন না ; তাহার স্ত্রী পুত্র পরিজন পৰ্য্যন্ত কারারুদ্ধ করিতেন। কিন্তু, মানবিক এই প্রসঙ্গে ইহাও উল্লেখ করিয়াছেন যে, বঙ্গদেশীয় প্রজা বেত্ৰাঘাত ভিন্ন কিছুতেই বাজস্ব প্ৰদান করিত না এবং স্বামী বিনা বেত্ৰাঘাতে রাজস্ব প্ৰদান করিয়াছে শুনিলে, স্ত্রী তাহাকে কিয়দিবস অনশনে বা অৰ্দ্ধাসনে কাটাইতে বাধ্য করিত । অধিবাসীরা মনে করিত যে, যে আঘাত করে সেই প্ৰভু ; যে आगाउं করেন। সে কুকুব (২৬) । মানরিক সতীদাহেব কথা, হিন্দুর গো-গঙ্গার প্রতি ভক্তি, জগন্নাথে ও সাগরে (২৭) দেহত্যাগের কথাবও উল্লেখ কবিয়াছেন। বঙ্গদেশ পরিত্যাগ কবিয়া মানরিকৃ চট্টগ্রাম ও তথা হইতে আরাকানে গমন করিয়াছিলেন । এইস্থানে অনেকদিন বাস করিয়া তিনি বঙ্গদেশে প্ৰত্যাগমন করেন। গোয়ায় প্ৰত্যাগমন কালে তিনি পুনর্বার কারারুদ্ধ হন। মুক্তিলাভ কবিয়া তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ, কোচীন চায়না প্ৰভৃতি পরিভ্রমণ করিয়া পুনরায় বঙ্গােদশে গমন করেন। কিয়দিবস তথায় অবস্থান করিয়া তিনি আগ্রা ও তথা ঠাইতে গঙ্গাপথে লাহোরে উপনীত হন। মানরিক কাবুল, কান্দাহার ও পারস্য হইয়া স্বদেশে প্রত্যাবৰ্ত্তন कcब्रन ( २br ) । — Tk LS S LLSS TSTLSLSLS S S qqSqSLLLSLSLLLLLLM M qq qSS S S SLSLS S LSS LSL S LSTLS LSAqA LLL SS MSSS SS LSLSL S LSM S TSSS S S LSSLSS LSS X ser ir ܩ (R9) “He who gives blows is a master, he who gives none is a dog' (২৭) মানসিক লিখিযাছেন যে, তপন গঙ্গা-সাগর কুম্ভীব-পবিপূর্ণ থাকিত এবং কুম্ভীরগণ কর্তৃক ভক্ষিত হইবার উদ্দেশ্যেই সন্ন্যাসীবা সাগরে ঝম্পপ্ৰদান করিত। (१४) भांनब्रिकद्र भूष्ठरकत्र नांभ * Itinerario de las missiones del India Oriental.” সর্বপ্রথমে ১৬৫৩ খৃষ্টাব্দে ইহা রোমে প্ৰকাশিত হয়।