পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ইউরোপীয়ান পৰ্য্যটক এই আজ্ঞাপত্ৰ প্ৰচারিত হইবার এক প্রকার সঙ্গে সঙ্গেই কয়েকজন রোমান ক্যাথলিক স্পেনের নরপতি কর্তৃক প্ররোচিত হইয়া এলিজাবেথের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া তাহার হত্যার প্রয়াস পাইতে লাগিল। ফলে ইংলণ্ডীয় গ্র্যাটেষ্টাণ্টগণ তঁহাদের রাজ্ঞীর রক্ষার্থে বদ্ধ-পরিকর চাইলেন এবং এইরূপ অন্যায় হত্যা ঘূণাকবু মনে করিয়া অনেক রোমান ক্যাথলিক ও রাজ্ঞীর পক্ষাবলম্বন, করিলেন । জাতীয় স্বাধীনতা বজায় রাখিবার জন্য রাজ্ঞীর সকল প্ৰজা এক হইয়া সাধারণ শত্রুর বিরুদ্ধে দণ্ডায়মান হইল (৩১। এই স্বাধীনতা রক্ষার চেষ্টা হইতেই ক্ৰমে ক্রমে ইংলণ্ড বাণিজ্য প্ৰধান স্থান হইয়া পড়িল । ইংল্যাণ্ডের প্রতিদ্বন্দ্বী স্পেন তৎকালে পৃথিবীর সর্বাপেক্ষা পরাক্রান্ত রাজ্য ছিল । কলম্বস আমেরিকা আবিষ্কার করাতে স্পেন আমেরিকার সহিত বাণিজ্য করিয়া দিন দিন আরও সমুদ্ধিশালী হইতেছিল । স্পেনরাজ এই সময়ে পর্তুগাল ও তাহার উপনিবেশগুলি অধিকার কারণে সক্ষম হওয়াতে স্পেনের ক্ষমতা আরও বুদ্ধি পাইয়াছিল ; এতদিন ইংলণ্ড স্পেনের এই বাণিজ্যবৃদ্ধির কোনরূপ বাধা প্ৰদান করে নাই—ইলংগুবাসিগণের দৃষ্টি “বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ” এই মতামন্ত্রের প্রতি আকৰ্ষিত হয় নাই। কিন্তু, স্পেন ক্ষমতা ও অর্থবৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন ইংলণ্ডকে স্বীয় পদানত করিবার ইচ্ছা প্ৰকাশ ও চেষ্টা করিতে লাগিল তখনই ধীরে (৩১) প্রথিত নাম ঐতিহাসিক ডাঃ ক্ৰাইটন তাহার “ Burlengh and his Times” TINTF ist IF * Sy fficRI “ Opposituon to the Papacy was shown to be necessary safeguard of the national independence. The stirring events of Elizabeth's reign bound her people togethe, and demanded that they should offer a united front to their fဝါes."