পাতা:সমসাময়িক ভারত (পঞ্চম খণ্ড).pdf/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেরিপ্লাস S RN অন্ধ রাজ গৌতমী পুত্ৰ-শতকণী উপকূল-ভাগ পুনর্বার অধিকার করেন ; কিন্তু, অধিক দিন উহা করতলগত রাখিতে পারেন নাই। ৭৮ শকাব্দ হইতে নহপান নামে নরপতির উল্লেখ পাওয়া যায়। কেহ কেহ মনে করেন যে, ৪১ পরিচ্ছেদে উল্লিখিত মাম্বারাসরাজই নহপান নরপতি । পুরাণে অন্ধ রাজগণের উল্লেখ আছে; ইহা এবং অন্ধু রাজ-' গণের মুদ্রাব্যতীত অন্ধ রাজগণ সম্বন্ধে অন্যান্য বিশেষ কিছুই অবগত হওয়া যায় না । কেহ কেহ মনে করেন যে, পেরিপ্লাসের ৫২ পরিচ্ছেদে উল্লিখিত সাৰ্গানাস নামের সহিত অন্ধ রাজদিগের সাতকণী উপাধির সংশ্ৰব আছে। সান্দানীস রাজাকে কেহ কেহ এই বংশের সুন্দর নরপতি মনে করেন। ইনি ৮৩-৮৪ খৃষ্টাব্দে রাজত্ব করিতেন এবং তজন্য কেহ কেহ পেরিপ্লাস এই সময়েই লিপিবদ্ধ হইয়াছিল অনুমান করেন। কিন্তু, অধ্যাপক সফ এই মত গ্ৰহণীয় মনে করেন না। যদি ৪১ পরিচ্ছেদে উল্লিখিত নাম্বানাস ও নহপান একই ব্যক্তি হন, তবে ইহা প্ৰমাণ করিতে হইবে যে, শক শতাব্দীর প্ৰতিষ্ঠাতা অন্ধ-পরাজয়কারী ও কনকন অধিকারী ক্ষত্রপই ইনি। এবং ৫২ পরিচ্ছেদে উল্লিখিত সান্দারীস যদি সুন্দর जांडकों श्न, ऊरव ऊँशब्र ७क द९जब्र दार्थौ ब्रांचल्ड्श्द्र जश्डि পেরিপ্লাসের নির্দেশ সুকঠিন । ইহা কখনই সম্ভবপর হয় না যে, তিনি নিজ বন্দর কালিয়েনা রুদ্ধ করিয়া প্ৰতিদ্বন্দ্বী ও শক্রির বন্দর বারিগজার সমৃদ্ধির প্রয়াস পাইবেন । অন্ধু রাজই ইহা कनिधाgिलन ।