পাতা:সমসাময়িক ভারত (পঞ্চম খণ্ড).pdf/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেরিপ্লাস S\O3 কেহ কেহ মনে করেন যে, হিপালিসের আবিষ্কারের পূর্বেই বণিকেরা সাময়িক বায়ুর সাহায্যে গতায়াত করিতেন। কেনেডী নামক লেখক মনে করেন যে, সপ্তম পূর্ব খৃষ্টাব্দের পূর্বে সমুদ্র-পথে বাণিজ্য ছিল না। ডাক্তার রীসড্যাভিডস “ বুদ্ধের কথোপকথন ” হইতে প্ৰমাণ করিয়াছেন যে, পঞ্চম পূর্ব খৃষ্টাব্দে সমুদ্রপথে বাণিজ্য হইত। মনস্বী ডাক্তার / রাধাকুমুদ মুখ্যোপাধ্যার মহাশয়ের পুস্তক প্ৰকাশ হইবার পরে এ সম্বন্ধে আর কোন সন্দেহ নাই । ৫৭ পরিচ্ছেদ, ১১১ পৃষ্ঠা। নিয়ে প্লিনি বাণিত সমুদ্রযাত্রার नभिष्टुं विद्म* @ख् छ्छेत् । পরবত্তী কালে ১৩৩৫ মাইল বিস্তৃত আরবের অন্তরীপ সিয়াগ্রস হইতে পাটল পৰ্যন্ত জলযাত্ৰ হিপালিসের নামানুযায়ী বায়ুসহযোগে সহজে সম্পাদিত হইত, তাহ নিৰ্দ্ধারিত হইয়াছে। পরবর্তী সময়ে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর এবং অধিকতর নিরাপদ পথে জলযাত্রা সম্পাদিত হইত ; অবশেষে, একজন আরও অধিকতর ক্ষুদ্র পথ আবিষ্কার করাতে লাভের আকাজক্ষায় ভারতবর্ষ আমাদের নিকট আরও নিকটবত্তী হইল। বৰ্ত্তমান কালে প্ৰতি বৎসরই ভারতবর্ষে সমুদ্রযাত্রা করা হয় এবং সমুদ্র দসু্যসস্কুল বলিয়া জাহাজে তীরন্দাজের দল লওয়া হয়। বৰ্ত্তমান ক্ষেত্রে মিশর হইতে ভারতবর্ষ পৰ্যন্ত জলপথ বর্ণনা অসমীচীন হইবে না। বিষয়টি উল্লেখ যোগ্য ; কারণ, প্রতি বৎসর ভারতবর্ষ আমাদের সাম্রাজ্য হইতে নূনকল্পে পাঁচশত পঞ্চাশ কোটী #সসটাসিস মূল্যের ধন গ্ৰহণ করিয়া বিনিময়ে তাহার পণ্য প্রদান