পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফীচের ভ্ৰমণ-বৃত্তান্ত V06 স্থানে উপনীত হইলে একটী অত্যাশ্চৰ্য্য দ্রব্য দেখিতে পাওয়া যায়। একটা মুখ হইতে অনবরত উৰ্ত্তপ্ত আলকাতরা ধুমসহ নিৰ্গত হয়। এই আলকাতরা নিকটবৰ্ত্তী বৃহৎ একটা ভূমিতে পতিত হয় এবং তজন্য এই ভূমি সর্বদাই আলকাতর-পূর্ণ থাকে (১১)। মুরগণ বলে যে, ইহাই নরকের দ্বার। এত অধিক পরিমাণে আলুকাতরা নিৰ্গত হয় যে, এতদেশবাসীরা তাহাদের ব্যবহৃত নৌকাগুলির বহির্দেশে দুই বা তিন ইঞ্চি পুরু করিয়া ইহার প্রলেপূদেয় এবং তজ্জন্য নৌকায় জল প্রবেশ করিতে পারে না। ইহাদের নৌকাগুলিকে দানেক (১২) বলে। টাইগ্রীস নদী জলপূর্ণ থাকিলে আট কি নয় দিবসে বাবিলন হইতে বসোরা যাওয়া যায় ; নদী জলপূৰ্ণনা থাকিলে আরও অধিক দিবস আবশ্যক করে। প্ৰাচীনকালে বসোরা (১১) আরবদিগের অধিকৃত ছিল ; কিন্তু বৰ্তমানে ইহা তুরকীগণের অধীনস্থ। তবে, যাহারা ইউফ্রেটস নদীমধ্যস্থ দ্বীপ-সমূহে বাস করে, তাহাদিগকে তুরকীগণ পরাজিত করিতে পারে নাই। দ্বীপবাসীরা সকলেই চৌর এবং তাহদের নিদিষ্ট বাসস্থান নাই ; ইহারা নিজ নিজ উষ্ট, অশ্ব, স্ত্রী পুত্ৰ সকল সহিত একস্থান হইতে অন্যস্থানে গমনাগমন করে। ইহারা নীলবর্ণীয় সুদীর্ঘ অঙ্গাবরণ ব্যবহার করে ; ইহাদের স্ত্রীগণের কর্ণ ও নাসিকা তাম্র ও রৌপের অঙ্গুরীপুর্ণ এবং উহারা পদেও তাম্রের অঙ্গুরী পরিধান করে। hdidləri gh ( 3 ) abafik felttog Ge (The bituminous fountains of Hit ) বলিয়া উল্লেখ করিয়াছেন। ( R ) “Danec.” (১১) পারস্তোপসাগরের উপরে স্থাপিত সুপ্ৰসিদ্ধ করে।