পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°iቑፃ–፬9 | দুর্গ-প্রাচীর। (লক্ষী, প্রাচীরে পরিনিদ্রিত দলু) লক্ষ্মী –এরই মধ্যে মায়ের মন্দিরে প্রবেশ করে কে পূজা করে গেল। নরকপাল, মদ, নৈবিদ্যি পাঠার মুড়ী-কে দিলে! কে এসে পূজো করলে। তবে আমাকে লুকিয়ে এমন অসময়ে দেবী পূজো করলে কে ? একি কারও দুরভিসন্ধি বুঝতে পারছি না যে ! সরদার / সরদার! একবার এক মুহুর্তের জন্য জেগে থাকিবি ? সরদার / সরদার-তিন দিন তিন রাত্রি সরদার এক লহমার জন্য চোকের পাতা বোজেনি । যুদ্ধ জয় ক’রে রূণজয়ী বীর একটু খানি বিশ্রাম নিচ্ছে কোন প্ৰাণে ঘুমন্ত স্বামীকে জাগাই। একটী বারের জন্য উঠে বসবি ! আমি একবার রাজবাড়ীর কাছটা ঘুরে আসি। আমার মনটায্য কেমন সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে যেন কোন বিশ্বাসঘাতক অম্বিকায় প্ৰবেশ করেছে। একবার ওঠ । না, তুলতে প্ৰাণ চায় না, তবে ঘুমো । (প্ৰস্থান ) ( নিধিরাম ও চারের প্রবেশ ) চর।–চারটে ফটকই খুলেছিস্ ? নিধি !-চুপ! লক্ষ্মী বেটী এখনও জেগে । অম্বিক ঘুমুলো, সংসার ঘুমুলো, তবু বেটী ঘুমুলো না। কি প্ৰাণ! কি প্ৰাণ ! বেটী তিন দিন তিন রাত জেগে পাহারা দিচ্ছে।