পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

योt5न्न एयभ१-ठूखाख् (©ዓ দ্বাদশ মাইল দূরবর্তী। সকল দ্বীপগুলিতেই প্রচুর পরিমাণে ফন্ট জন্মে এবং এই সকল দ্বীপ হইতেই অম্মাজে সকল প্ৰকার খাদ্যদ্রব্য প্রেরিত হয়। পর্তুগীজগণের এইস্থানে •একটা দুৰ্গ আছে; ইহা এই সমুদ্রের অত্যন্ত निरुठे अबडूिठ ; छेश८ऊ পর্তুগালাধিপতির ५éख्या द९ ५६२१३ আবশ্যকীয় সৈন্য আছে। সৈন্যদের কতকও এই দুর্গে ও কতক নগরে বাস করে। এই নগরে, সকল জাতীয় বণিক ও অনেক মুর ও খ্ৰীষ্টান আছে। ইহা সকল প্ৰকার মসলা, ঔষধ, রেশম, রেশম-বস্ত্ৰ, পারম্ভের বস্ত্ৰ, বাহারীম দ্বীপ হইতে আঁনীত মুক্তা ও পারস্যের অশ্ব বিক্রয়ের স্থান। অশ্বগুলি ভারতবর্ষে ব্যবহৃত হয়। এই স্থানের অধিপতি একজন মুর। ইনি নির্বাচিত হইয়া থাকেন এবং পর্তুগালের অধীন। ইহাদের স্ত্রীগণ অদ্ভুত ভুগৰে সজ্জিত হয়। ইহারা নাসিকায়, কৰ্ণে, গলদেশে, হন্তে ও পদে মুক্তাশোভিত। অঙ্গুরী ব্যবহাবি করে। কৰ্ণে রৌপ্য ও স্বর্ণের তালা এবং নাসিকার পার্থে সুবর্ণের দীর্ঘ পিণ্ড পরিধান করে । কৰ্ণে ভারী মুক্ত পরিধান করে বলিয়া তাহাদের কণের ছিদ্র এরূপ প্রশস্ত হয় যে, ছিদ্রপথে তিনটা অঙ্গুলী প্ৰবেশ করান যায়। " এইস্থানে পৌছিবার অব্যবহিত পরেই আমরা কারারুদ্ধ হইলাম এবং দুর্গাধ্যক্ষ ডন মথিয়াস ডি আলবুকার্ক আমাদের পণ্যেবা কতকাংশ বাজেয়াপ্ত করিলেন। তিনি আমাদিগকে এগারই অক্টোবরে জাহাজে করিয়া গোয়ার রাজ-প্ৰতিনিধির নিকট প্রেরণ করিলেন। ऊश्न ऊन शुक्ञि८क' ङि মাস করেনহাস গােয়ার রাজপ্রতিনিধি ছিলেন। যে জাহাজে আমরা গোয়ায় প্রেরিত হইয়াছিলাম। উক্ত জাহাজের কাপ্তেনই উহার স্বত্বাধিকারী ছিলেন এবং উহাতে একশত কুড়িটা অশ্ব ছিল। অশ্ববহনকারী-জাহাজে পণ্য থাকিলে, ঐ পণ্যের শুল্ক দিতে হয়। না ; কেবল অশ্বগণের উপর শুদ্ধ প্ৰদান করিতে হয়। কিন্তু, যে জাহ্মাজে