পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R । डाब्राड ইউরোপীয়ান পৰ্যটক এবং বৃক্ষেরকাষ্ঠীদ্বারা জাহাজ নিৰ্ম্মাণ করে। বৃক্ষের শীর্ষদেশ হইতে মন্ত নির্গত হয়। এতদেশবাসীরা এই বৃক্ষের একটী শাখা কৰ্ত্তন করিয়া, শক্ত করিয়া বন্ধন করে এবং ইহাতে একটি মৃত্তিকাভাণ্ড ঝুলাইয়া দেয়। এই ভাণ্ড তাহারা প্রত্যহ প্ৰাতে ও সন্ধ্যায় খুলিয়া লইয়া ইহাতে শুষ্ক দ্রাক্ষা নিক্ষেপ করে এবং অল্পহ্মণেই পাত্ৰমধ্যস্থ রস মদ্যে পরিণত ३छ् । এইস্থানে ভারতবর্ষ, অম্মাজ ও মক্কা হইতে অনেক জাহাজ সমাগত হয়। এই স্থানে অনেক মূর ও হিন্দু বাস কবে। ইহাদের মধ্যে একটী অভিনব প্ৰথা প্রচলিত আছে। ইহারা গোপূজা করে এবং গৃহপ্ৰাচীর চিত্ৰিত করিবাব জন্য গোময় ব্যবহার করে। ইহাবা প্ৰাণিহত্যা করে না—এমন কি উৎকুণ হত্যাও করে না। ইহাবা জীবহিংসা অত্যন্ত দূষণীয় মনে করে। ইহারা মাংসাহার করে না, কেবল চাউল, দুগ্ধ ও শাকসব্জী ভোজন করিয়া জীবন ধারণ করে। স্বামীর মৃত্যু হইলে স্ত্রী সহমৃতা হয় ; যদি স্ত্রী সহমৃতা না হয়, তবে তাহার মস্তক মুণ্ডন করা হয় এবং ভবিষ্যতে তাহার কোন অনুসন্ধানই করা হয় না। তাহারা বলে যে, মৃত দেহ সমাহিত করা অত্যন্ত দূষণীয়; কারণ, মৃতদেহ হইতে অনেক প্রকার কীট নির্গত হইবে এবং তাহারা দেহ গ্ৰাস করিলে, আর আহাব পাইবে না । সুতরাং, তাহাদের মতে, দেহে অগ্নি প্ৰদান করাই সমীচীন। কাম্বে প্রদেশে অধিবাসীরা জীবজন্তু হত্যা করে না এবং কদাপিও হত্যা করে নাই । খঞ্জ, কুকুর বা বিড়াল এবং পক্ষীর জন্য নগরে দাতব্য চিকিৎসালয় আছে। তাহারা পিপীলিকাদিগকেও মাংস প্ৰদান করে(১৪)। LSS LSSSMSSSMSG LSS LLLS LSSSLL LSSSMSSLLS SYS m. minn mumem m r ( ১৪ ) বোম্বাই গেজেটীয়াব বলিতেছেন "ফীচ চৌল সম্বন্ধে যাহা লিখিয়াছেন তাহা ফ্রেডাবিকেব পুস্তক হইতে আমূল গ্ৰহণ কবিযাছেন এবং নীরিকেল হইতে যে শর্কবা পাওয়া যায়, উভয়েই তাহা উল্লেখ কবিযাছেন। কিন্তু, আমবা নারিকেল