পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ło ভারতে ইউরোপীয়ান পৰ্যটক ভক্ষণ করে এবং রাত্রির অধিকাংশ সময় নৃত্যে অতিবাহিত করিয়া বিবাহবাসর সম্পন্ন করে। দশবৎসর বয়স্ক না হইলে স্ত্রীপুরুষ এক শয্যায় শয়ন করে না। তাহদের মতে এত অল্পবয়সে বিবাহ দিবার কারণ এই যে, পিতার মৃত্যু হইলে মাতার नैश्ड। छ्शेcउ श्ब्र ; সুতরাং পিতাব মৃত্যু হইলে পুত্রের শ্বশুর অভিভাবকরূপে পুত্রের লালন পালন করিতে পারে এবং তাহারাও পুত্ৰ কন্যাদিগকে বিবাহিত দেখিয়া দেহত্যাগ করিতে পারে । এই স্থান হইতে আমরা মাণ্ডোওয়ে (১০ ই নগরে গমন করি । মাণ্ডোওয়ে একটা সুরক্ষিত বৃহৎ নগর। দ্বাদশ বৎসর অবরোধ করিয়া আকবর (১১) ইহা অধিকার করিয়াছিলেন। অন্যান্য দুর্গেব ন্যায়। ইহা একটী উচ্চ পৰ্ব্বতোপরি স্থাপিত এবং ইহার পরিধিও সুবৃহৎ। মাণ্ডোওয়ে হইতে আমরা বিজনি (১২) ও তথা হইতে সেরিঙ্গে (১৩) উপনীত হই। শেষোক্ত স্থানে আমাদের সহিত বহুসংখ্যক সৈন্য, হস্তী ও উষ্ট ছিল। এইস্থানে প্ৰচুব কার্পাস, কার্পাসবন্ত্র ও ঔষধের আমদানী হয় । A. ( ১০ ) মাণ্ডেীগড় বা মাণ্ডু। মধ্যপ্রদেশে। অন্তর্ভুত ধাড় রাজ্যোব একটা নগব। अकबद्र २०१० शूटिांक ३श अधिकांद्र कtब्रन। SSSS DDBS DBBDD S DBDDBDBBDS LLLLL LLLLL S DDBBDBDS ( ১২) উজ্জযিনী-১৫৭১ সনে আকবব কর্তৃক অধিকৃত হয়। (১৩) সিরঞ্জি-রাজপুতনাব অন্তর্গত টঙ্ক রাজ্যের নগর। এককালে ইহা अनगिन् ७ छिद्र कश्g २eनिक शिल।