পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটনা-গোঁড় কুচবিহার—হুগলি—সপ্তগ্রামद्धिशूलू-डूट्रॉन-बांदग्ला —শ্ৰীপুর-সোনারগাঁ ] জলপথে গঙ্গানদী হইয়া আমি বারাণসী হইতে পাটনা शिांछिव्गांभ । পথিমধ্যে আমি মনেক সুন্দর নগর ও উর্দৰ প্ৰদেশ দেখিয়াছিলাম। গঙ্গার সহিত বহু বুকুতী নদী সম্মিলিত হইয়াছে । ইহার কতকগুলি গঙ্গারই ন্যায় বড় এবং এই *জন্যই গঙ্গাল প্ৰস্তু এত অধিক । বর্ষাকালে এক কুল চাইতে অন্য কুল দিষ্টিগোচর হয় না । ভাৰতবাসী পুৰুষগণ অৰ্দ্ধদগ্ধাবস্থায় গঙ্গায় নিক্ষিপ্ত ঠাইলে তাহাদিগের বদন মণ্ডল নিম্নদিকে ও• ফ্ৰীলোকগণেব মুখ এরূপালস্তায় উদ্ধাদিক হইয়া ভাসমান হয়। আমি প্ৰথমে মনে কবিযাছিলাম ঘে, শৰীবেব সহিত কিছু বন্ধন কবিয়া দিবােব জন্য এরূপ হয় ; কিন্তু, শাক্তারা * ললিল যে, একাপ কিছুই কিবা হয় না। আরবদেশীয় চৌরেব ন্যায় এদেশে অনেক চৌধ আছে (১) ঈহাদের নির্দিষ্ট আবাস নাই ; কোন সময় একস্থলে, অন্য সময় অন্যত্র বাস কবে । এই স্থানেব স্ত্রীলোকেরা বৌপ্য ও তাত্রে সুসজিত থাকে। পদাঙ্গুলিতে এত অধিক পবিমাণে রৌপ্য ও তামের অঙ্গুরী পবিধান করে যে, ইহারা পাদুকা পরিধান করুিদ্ৰত পারে না। পাটনায় নিম্নলিখিত প্রকারে সুবৰ্ণ প্রাপ্ত হওয়া যায়। অধিবাসীরা ভূমিতে গভীব কূপ খনন করিয়া, ঐ মৃত্তিক ধৌত করে এবং এবহুপ্রকারে সুবৰ্ণ প্ৰাপ্ত হয়। যাহাতে ঐ ( ১ ) ৩৫ পৃষ্ঠায় বসোরার বিবরণেও ফীচ। এই প্রকার ঘটনা উল্লেখ করিয়াছেন। ইহাদের ন্যায় যাযাবর জাতি বৰ্ত্তমানেও দৃষ্ট হয়।