পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ইউরোপীয়ান পৰ্যটক موا۲ পূৰ্ব্বোক্ত কুচবিহাব হইতে ভোটান (১৭) রাজ্য চারি দিবসেব পথ ; ইহার প্রধান নগর “কোঁচী” (১৮) এবং রাজা “দারমেন” (১৯) বলিয়া BBB DBD DLBDBD S DBDBBD DDBDBB gg BBD BDDDBD S DD ও তাতার হইতে বণিকৃগণ এই স্থানে আগমন করে। এই সকল বণিকৃগণ মৃগনাতি, কম্বল, (২০) মণি, রেশম, মরিচ এবং পারস্তে উৎপাদিত জাফবণের ন্যায় জাফরণ ক্ৰয়ের জন্য এই প্রদেশে সমাগত হয়। এই প্ৰদেশ সুবৃহৎইহা অতিক্ৰম করিতে তিন মাস সময় অতিবাহিত হয়। এই প্রদেশে অত্যন্ত উচ্চ পৰ্ব্বত আছে। একটী পৰ্ব্বত এরূপ * অত্যুচ্চ' যে, এই স্থান হইতে ছয় দিবসের পথ অগ্রসর হইলেও ইহা সম্পূর্ণরূপে দৃষ্টিগোচর হয়। এই সকল পৰ্ব্বতে এক বিতস্তি-দীর্ঘ কর্ণ-বিশিষ্ট (২১) মনুষ্য বাস করে । এই সকল মানুষ্যের কৰ্ণ দীর্ঘ ন হইলে উহাদিগকে বানর বলিয়া অভিহিত করা হয়। অধিবাসীরা বলে যে, পৰ্ব্বতে আরোহণ করিলে সমুদ্রগামী জাহাজ দৃষ্টিভূত হয় , কিন্তু এই সকল জাহাজ কোন স্থান হইতে আগমন করে বা কোথায় গমন করে তাহা ইহারা বলিতে পারে না । পূৰ্বাঞ্চল হইতে এই স্থানে বণিকৃগণ আগমন করে। অধিবাসীরা বলে যে, এই সকল বণিকৃগণ চীন হইতে আগমন করে এবং তাহদের দেশ উষ্ণ ത്തി ( ১৭ ) “Bottanter” (ফীচ) ৷ পাবাসীক ভাষায় লিখিত পুস্তকে ইহা “Bhutant” kifờ fờfRIVS I (»y) *Couche or Quicken" R5 ( a ) “ Dermalın” (5)—“ífs || SStSSS DDBD BDBD DBBBBS DBDSSuDD DBBB S D BDD कब्रिgिछन । (২১) মেগন্থেনিস ১•• পৃষ্ঠা ও পূর্ববৰ্ত্তী ৮ পাদটীকা (৬৪ পৃষ্ঠা দ্রষ্টব্য )।