পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ইউরোপীয়ান পৰ্য্যটক \ا ও বর্ষায় বৃষ্টি হইতে রক্ষা করিবার জন্য বৃহৎ ছাত্র ব্যবহার করে। পুরোহিত হইবার পূৰ্ব্বে তাহারা বিদ্যালয়ে যাইয়া কুড়ি বা ততােধিক কাল অধ্যয়ন করে ; পরে তাহারা “রোলি” অভিধেয় এক পুরোহিতের সম্মুখে আগমন করে। ইনি সর্বাভিজ্ঞ ও সর্বশ্রেষ্ঠ পুরোহিত ; ইনি তাহাদিগকে নানারূপ বাধা দেন এবং তাহারা বন্ধুবান্ধব পরিত্যাগ করিৰে কিনা, স্ত্রীসংসৰ্গ হইতে বিরত থাকিবে কিনা এবং চিরকালের জন্য টালিপো’র ব্যবসায়াবলম্বন করিবে কিনা, এই সকল সম্বন্ধে বহুবার পরীক্ষা করেন। যদি কেহ এই সুকল প্ৰস্তাবে সম্মত হন, তবে তিনি বহুমূল্য বেশভূষায় সজ্জিত হইয়া অশ্বারোহণে নগরাভ্যন্তরে বাস্থ্যধ্বনি সহকারে ভ্ৰমণ করেন ; এবভপ্রকারে তিনি প্ৰমাণ করেন যে, *াটালিপো” হইবার জন্য তিনি সকল ঐশ্বৰ্য্য পরিত্যাগ করিতেছেন। কয়েকদিৰস অতিবাহিত হইলে তিনি পুরোহিতের বেশে দশ কি দ্বাদশ জন ব্যক্তি কর্তৃক বাহিত আসনে উপবিষ্ট হইয়া ও নিজ বন্ধুবান্ধৰ এবং অনেকগুলি পুরোহিত সমভিব্যাহারে নগরবহির্ভাগে স্বগৃহে গমন করেন এবং তথায় তাহাকে রাখিয়া অন্য সকলেই প্ৰস্থান করে। প্ৰত্যেক পুরোহিত্যেরই একটা করিয়া ক্ষুদ্র গৃহ আছে; ইহা ছয় কি আটটীি কাষ্ঠস্তম্ভের উপরে স্থাপিত এবং দ্বাদশ কি চতুৰ্দশটী সোপানবিশিষ্ট অধিরোহিণীর সাহায্যে এই গৃহে প্ৰবেশ করিতে হয়। সাধারণতঃ এই সকল গৃহ রাজপথের সন্নিকটে এবং বৃক্ষ ও বনমধ্যে নিৰ্ম্মিত হয়। কাষ্ঠ বা মৃত্তিকা নিৰ্ম্মিত বৃহৎ পাত্ৰ স্কন্ধাদেশের সহিত বন্ধন করিয়া ইহারা ইহাদের আহাৰ্য্য-ভিক্ষার্থ গমন করে। ইহার চাউল, মৎস্য ও শাকসব্জীই আহার করে। ইহারা কিছুই প্রার্থনা করে না ; কিন্তু দ্বারদেশে সমাগত হইলেই কোন श्रृंश्श् qक अवा