পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वगैष्द्र खभ१-झुखांख sis উপযুক্ত পত্রের মৰ্ম্ম :- “পত্ৰবাহক জন নিউবেরী, আমাদের আদেশানুযায়ী আপনার রাজ্যে, আপনার নিকট হুইতে প্ৰত্যাশিত অনুগ্রহ ও দয়ার উপব নির্ভর করিয়াই এই বাণিজ্যে ব্ৰতী হইয়াছেন। আমরা আশা করি যে উক্ত নিউবেরী বহু বিপদ অতিক্রম করিয়া আপনার রাজ্যে উপনীত হইলে আপনি তঁহাকে ঘুণা করিবেন না । বিশেষতঃ, আপনার বিরুদ্ধাচরণ না কবিলে এবং এই বাণিজ্যে আপনার প্রজাগণের লাভ হইলে—যে দুই উদ্দেশ্যে তিনি এই কাৰ্য্যে ব্ৰতী হইয়াছেন—আপনি ইহা অননুমোদন করিবেন না। কারণ, আমরা দেখিতেছি যে এইরূপ পণ্য বিক্রয়ে উভয়পক্ষেরই লাভ হইবে এবং উভয়ের যে সকল দ্রব্যের অনাটন আছে তাহ পূর্ণ হইবে। উভয়ের এইরূপ পরস্পর সাহায্য বাঞ্ছনীয় এবং আপনি ও আপনার প্ৰজাগণ, আশা করি, ইহা অনুমোদন করিবেন। আপনার ন্যায়। উদাবহৃদয় নরপতি ইহঁহাদের প্রতি যে সকল অনুগ্রহ প্ৰদৰ্শন করবেন, তাহা আমরা নিশ্চয়ই প্রতিদানের চেষ্টা পাইৰ ।” ( R ) ফীচের কারারোধ । কারারুদ্ধকালে রালফ ফীচ তাহার লণ্ডনস্থ বন্ধু লিওনার্ড পূৰ্বকে এক পত্ৰ লিখিয়াছিলেন। এই পত্রে ফীচ তাহার। পৰ্যটনের বৃত্তান্ত ও করারোধের বর্ণনা প্ৰদান কেরিয়াছেন। আমরা এই পত্রের আংশিক অনুবাদ थांन कब्रिtडछेि ।