পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফীচের ভ্রমণ-বৃত্তান্ত 88 Git is একখানি বৃহৎ নৌকা ক্ৰয় করেন। নদী পথে ফেলুগিয়া পৌঁছিয়া তঁহারা তীরে অবতরণ করেন ও তথায় এক সপ্তাহ অতিবাহিত করিয়া মরুভূমি eyff (twf care জুলাই মাসের দ্বাবিংশ দিবসে পারস্ত্যোপসাগরের উপকূলস্থ বসে।ারায় উপস্থিত হন। এলড্রেড বাণিজ্যোদ্দেশ্যে তথায় অপেক্ষা করিতে থাকেন। সেপ্টেম্বর মাসের চতুর্থ দিবসে ফীচ এবং তঁহার অন্য সঙ্গিত্ৰয় অম্মাজে উপনীত হইলে সপ্তাহমধ্যে ভিনিসিয়ান বণিকৃগণের প্ররোচনায় তত্ৰস্থ শাসনকৰ্ত্তা কর্তৃক কারাগারে নিক্ষিপ্ত হন। অক্টোবর মাসের একাদশ দিবসে গোয়ার শাসনকৰ্ত্তার নিকট প্রেরিত হইলে তঁহার ডিসেম্বর মাসের দ্বাবিংশ দিবস পৰ্য্যন্ত কারাক্লেশ ভোগ করিতে থাকেন। ষ্টোরী সন্ন্যাসব্রত গ্ৰহণ করিলে ফীচ, নিউবেরী এবং লীডস দুই জনজিসুইট ধৰ্ম্মযাজকের চেষ্টায় কারামুক্ত হন। এই দুই জন ধৰ্ম্মযাজকের মধ্যে অন্ততর, টমাস ষ্টীফেন্স অক্সফোর্ডের নিউ কলেজের ছাত্র ছিলেন এবং ইংরাজদের মধ্যে সর্বপ্রথমে উত্তমাশা অন্তরীপ হইয়া। ১৫৭৯ সনে ভারতবর্ষে আগমন করিয়াছিলেন। ১৫৮৪ খৃষ্টাব্দের ৫ই এপ্ৰিল ফীচ ও উদাহর সঙ্গিদ্বয় গোয়া হইতে বিজাপুর, ও গোলকন্দা হইয়া আকবরের দরবারে উপনীত হন। ১৫৮৮ খ্ৰীষ্টাব্দের সেপ্টেম্বরের অষ্টাবিংশ দিবস পৰ্য্যন্তর্তাহারা এই স্থানে অতিবাহিত করেন। নিউবেরী এই স্থান হইতে পারস্য ও কনষ্টান্টিনোপল হইয়া যাত্ৰা করিবার উদ্দেশ্যে লাহোরাভিমুখে গমন করেন। কিন্তু, যখন 'নিউবেরী সম্বন্ধে আর কিছুই অবগত হওয়া যায় না, তখন অনুমান করা যায় যে তাঁহাকে পাঞ্জাবে হত্যা করা হয়। ষ্টোরী গোয়ায় সন্ন্যাস ব্ৰত ত্যাগ করিয়া এতদেশীয় একজন স্ত্রীলোককে বিবাহ করেন এবং লীডস সম্রাট আকবরের অধীনে কৰ্ম্ম গ্ৰহণ করেন।