পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• )) Ve ভারতে ইউরোপীয়ান পৰ্য্যটক ফীচ আগ্রা হইতে নৌকাযোগে প্ৰয়াগ, বারাণসী, পাটনা হইয়া ৰঙ্গদেশের অন্যতম প্ৰাচীন রাজধানী গৌড়ে গমন করেন। এই স্থান হইতে তিনি কুচবিহার, তথা হইতে হুগলী ও সপ্তগ্রাম দর্শন করেন । পুর্বাভিমুখে তিনি ত্রিপুরা, চট্টগ্রাম ও তথা হইতে নৌকাযোগে বাকলা, শ্ৰীরামপুর, সোনারগাঁ গমন করেন। ১৫৮৬ সালের ২৮শে নবেম্বর তিনি শ্ৰীরামপুর হইতে পর্তুগীজদিগের একখানি ক্ষুদ্র জাহাজে বৰ্ম্মার উদ্দেশ্যে যাত্ৰা DuDBDSSS S BBD OODDDDB BBDS BBBDS DDBDSSLLL yg kLLSL0 TDOBBuBD হন । বৰ্ম্মাব তিনি যে চিত্ৰ প্ৰকাশ কবিয়াছেন তাহা বিশেষ মূল্যবান। ইতঃপূর্বে আর কোন ইংরাজ এতদেশীয় আচার ব্যবহারের চিত্ৰ প্ৰকটিত BDB DDD SS LcE DBBDB SDe BBDBB DBBDzKS SuuuBD DDD করিয়া ৮ই ফেব্রুয়ারী মালাক্কা গমন করেন । ২৯শে মার্চ ফীচ স্বদেশেদেশ্যে যাত্রা করিয়া মাৰ্ত্তাবান, পেণ্ড, কসমিম হইয়া নবেম্বরে বঙ্গদেশে উপনীত হন। ১৫৮৯ সালের ৩রা ফেব্রুয়াবী তিনি মালাবাব উপকূল পৌছিলে জাহাজাভাবে আট মাস তথায় অপেক্ষা করিতে বাধ্য হন। পরে তিন দিবস ছদ্মবেশে গোয়ায় অতিবাহিত করিয়া। ২রা নবেম্বর গোয়া হইতে চোল, অৰ্ম্মাজ ও তথা হইতে বসোরা গমন করেন। পবে বীর, আলেপ্লো, ত্রিপোলী হইয়া ১৫৯১ সনেব ২৯শে এপ্ৰিল লণ্ডনে উপনীত হন । ( t ) জন নিউবেরী জন নিউবেরী সুদক্ষ পৰ্য্যটক ও সাহসী বণিক ছিলেন। তিনি সৰ্ব্বসমেত তিনবার ইংলণ্ড পরিত্যাগ করেন ; শেষ বারেই তিনি ফীচের সঙ্গী