পাতা:সমসাময়িক ভারত (পঞ্চম খণ্ড).pdf/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেরিপ্লাস SV) মূল্যবান নহে। অধিকন্তু, পোতাশ্রয় উপকূল হইতে সুদূর এবং পণ্যসমূহ নৌকায় করিয়া লইতে হয়। . যে সময়ে আমি লিখিতেছি, তখন সিলোবোথোস বলিয়া রাজা ছিলেন। নিয়াসিন্দি নামক অধিবাসীদের ভূভাগে অবস্থিত বারাকী নামক বন্দরটা অধিকতর সুবিধাজনক। এই স্থানে পাণ্ডী রাজা রাজত্ব করিতেন, কিন্তু তিনি মোদির নামক স্থানে বাস করিতেন। নৌকা করিয়া কোটোনারা, হইতে বাকারীতে মরিচ লইয়া যাওয়া হয়। পূৰ্ববৰ্ত্তী কোন লোকই এই সকল স্থান উল্লেখ করেন নাই। ইউরোপে প্ৰত্যাগমন কালে বণিকৃগণ ডিসেম্বর বা জানুয়ারী মাসে প্ৰত্যাগমনের জন্য যাত্রা করে ; এরূপ করিলে তাহারা সেই বৎসরে পৌঁছিয়াই পুনর্বার প্ৰত্যাবৰ্ত্তন করিতে পারে। দক্ষিণ-পূর্ববায়ু সহযোগে তাহারা ভারতবর্ষ হইতে যাত্র করে এবং লোহিতসাগরে পৌছিয়া দক্ষিণ পশ্চিম বায়ু সহযোগে অগ্রসর হয়।” ৬১। পরিচ্ছেদ, ১১৪ পৃষ্ঠা, পালিসিমুণ্ডু-বর্তমান সিংহল। ( ১১৪ পৃষ্ঠার পাদটীকা দ্রষ্টব্য। ) লাসেন বলেন যে সংস্কৃত পালিসিমন্ত-ধৰ্ম্মস্থান-গৌতম বুদ্ধের ধৰ্ম্ম প্রচলিত বলিয়া এই স্থান এইরূপে অভিহিত হইয়াছে। সংস্কৃত তাম্রাপণী নাম রামায়ণে দৃষ্ট হয়। ম্যাক্রিণ্ডলের মতে তাপ্রোবেণ বা তাম্রাপণী নাম বিজয় সিংহ কর্তৃক প্রদত্ত হয় এবং তিনি প্ৰথমে যেস্থানে অবতরণ করেন, সেই স্থানই এই নামে অভিহিত হয়। অশোকের গির্ণার শিলালিপিতে তাম্নপঞ্জি নাম দৃষ্ট হয়। 南 কসমস ইণ্ডিকোপ্লিউষ্টোস, গ্রন্থে সিংহলের যে বৰ্ণনা করিয়াছেন उांश "लबनाभब्रिक डांझड,” थथम थc७ अछेबा।